বাংলার জনপ্রিয় অভিনেত্রী হলেন রচনা ব্যানার্জী (Rachna Banerjee)। এমন কেউ নেই যে রচনা ব্যানার্জী কে পছন্দ করেনা। সবাই তাকে পছন্দ করে। সবার মনের মাঝে সে। আজ এত বছর পরেও রচনা ব্যানার্জী সবার পছন্দের অভিনেত্রী। তিনি এখনও রয়েছেন এভারগ্রীন। বয়স বাড়লেও অভিনেত্রীর মুখে বয়সের ছাপ পড়েনি। এখনও তিনি অভাবনীয় সুন্দরী।
তিনি বাংলা, হিন্দি , ওড়িয়া সব ভাষাতেই অভিনয় করেছেন। টলিউডেও যেমন হিট, বলিউডেও তেমন হিট। তিনি একাধিক সুন্দর সুন্দর অভিনয় করে সুন্দর সুন্দর সিনেমা উপহার দিয়েছেন সকলকে। পর্দাতে তিনি বেশ সুপারহিট। সিনেমার পর এখন দীর্ঘ ১২ বছর ধরে গোটা বাংলার দিদি নাম্বার ওয়ান (Didi No 1)। এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন রচনা ব্যানার্জী।
ধারাবাহিকের একঘেয়েমি দূর করতে বাংলা চ্যানেল গুলোতে সম্প্রচারিত হয় রিয়েলিটি শো গুলি। রচনা ব্যানার্জীর সঞ্চালনায় দিদি নাম্বার ওয়ান যেন আরও সুন্দর ভাবে পরিস্ফুটিত হয় সকলের সামনে। তবে জি বাংলায় দিদি নাম্বার ওয়ান ছাড়াও আরও একটি রিয়েলিটি শো হয় সারেগামাপা। প্রতি শনি-রবি এই শো টিভির পর্দায় দেখা যায়।
এই শোয়ে উপস্থিত হয়েছিলেন বাংলার দিদি নাম্বার ওয়ান তথা অভিনেত্রী রচনা ব্যানার্জী। হঠাৎ করেই অভিনেত্রী পৌঁছে যান এই মঞ্চে। দিদি আসাতে সবাই অবেক। সেখানে গিয়ে দর্শকদের মন জয় করলেন তিনি। এই মঞ্চে এসেই আবিরের অনুরোধে ‘তোমাতে আমাতে দেখা হয়েছিল’ গান করলেন। সাথে তিনি নাচলেন। এই গানের সাথে সুর মেলালেন রাঘব চট্টোপাধ্যায় ও মনোময় ভট্টাচার্য। অভিনয়ের পাশাপাশি তাঁর গানের গলাও খুব সুন্দর।
হঠাৎ তিনি এই মঞ্চে কেন? আসলে পাশের ফ্লোরেই ‘দিদি নম্বর ১’এর ফ্লোর। সেই ফ্লোরেই শ্যুটিং সারছিলেন তিনি। সেখান থেকে আবিরের গলা পেয়েই ছুটে আসেন। এসেই সবাইকে নমস্কার জানালেন । এরপর এসে আক্ষেপ করে বলেন, আমাকে কোনওদিন ডাকনিতো, তাই আমি ড্যাংড্যাং করে চলে এলাম। আবিরের সাথে সেলফিও তোলেন।
তবে শুধু আবিরের সাথে নয়, সমস্ত বিচারকদের সাথে ছবি তুললেন । বেশ আনন্দ করলেন এই মঞ্চে এসে।তাঁর গানের গলা শুনে অনেকেই তাঁর প্রশংসা জানিয়েছেন। কেউ বলেছেন, ‘তোমার গানের গলা এত সুন্দর, আমি শুনে মুগ্ধ। ‘আর একজন লিখেছেন, ‘নায়িকা গায়িকা সবেতেই সেরা’।