বাংলাদেশে কাজ করে বেজায় বিপাকে অভিনেত্রী ‘ঋ’! সাহায্যের আর্জি নেটমাধ্যমে!

Ritu Parna Sen-Rii : বাংলাদেশ আর ভারত ভাগ হয়ে গেলেও, একে অপরের সাথে জুড়ে রয়েছে বিভিন্ন মাধ্যমের সাথে। আর তাই তো টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির মানুষরা

Saranna

actress ritu parna sen aka rii face troubled working with dhallywood industry

Ritu Parna Sen-Rii : বাংলাদেশ আর ভারত ভাগ হয়ে গেলেও, একে অপরের সাথে জুড়ে রয়েছে বিভিন্ন মাধ্যমের সাথে। আর তাই তো টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির মানুষরা যতই জনপ্রিয় হোক না কেন, বাংলাদেশেও কাজ করার সুযোগ হাতছাড়া করেননা বেশিরভাগই।এই তালিকায় রয়েছে অনেকেরই নাম। টলিউডের এমনই এক জনপ্রিয় অভিনেত্রী ঢালিউডে (Dhallywood) কাজ করতে গিয়েই হল বিপত্তি। কাজ করেও পারিশ্রমিক পেলেন না ঋতুপর্ণা সেন (Ritu Parna Sen)। 

টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন, অভিনেত্রী ঋতুপর্ণা সেন ওরফে ‘ঋ’। টলিউডের সাহসী অভিনেত্রী। দেড় মাস আগে বাংলাদেশে ছবি করতে গিয়েছিলেন, কিন্তু পাননি পারিশ্রমিক, প্রায় দেড় মাস অপেক্ষা করেছেন, কিন্তু পাননি পারিশ্রমিক, আর তাই সোশ্যাল মিডিয়ায় পারিশ্রমিক পাওয়ার জন্য আর্জি জানিয়ে পোস্ট করেছেন। 

সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বাংলাদেশের একজন ডিরেক্টর প্রোডিউসারের কাছ থেকে খুব বড় হেনস্তার শিকার হয়েছি। কিছুদিন আগেই  তাদের একটা বড় প্রজেক্টের কাজ শেষ করেছি। শেষ একমাস ধরে পেমেন্টের অপেক্ষায় রয়েছি। আমায় একটু দয়া করে সাহায্য করতে পারেন ওই মানুষগুলোকে ধরার জন্য এবং তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন নেওয়ার জন্য’। সকলেই তাঁর পাশে থাকার আর্জি জানিয়েছেন। 

গত কয়েক মাস ধরে ফোন করে যাচ্ছেন, কিন্তু পরিচালকরা ফোন তুলছেন না। যোগাযোগ পুরোপুরি বন্ধ। কিন্তু কেন টাকা পাঠাচ্ছেন না তারা? এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘টাকা পাঠানো নিয়ে সমস্যার কারণটা বুঝতে পারছিনা। প্রথমবার কাজ করলাম, ওরা খুবই অতিথি পরায়ণ। খুব ভালো আপ্যায়ন করেছে। আমার জুতা ব্যাগ সব বয়ে দেওয়ার লোক ছিল, কিন্তু পেমেন্ট কেন দিচ্ছে না বুঝলাম না’। 

এর আগে শ্রীলঙ্কায় তিনি কাজ করেছেন, কোনো সমস্যা হয়নি। এবার এখানে সমস্যা হল, ভয়ঙ্কর অভিজ্ঞতা হল, এবার আর টাকায় কাজ করবেন না, এবার ডলারে কাজ করবেন। সোশ্যাল মিডিয়ায় এই শোরগোলের পর প্রযোজনা সংস্থা কথা দিয়েছে, টাকা ফিরিয়ে দেওয়ার। আর এই আশ্বাস দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট ডিলেট করে দিয়েছেন।

× close ad