‘মাম্পি’, ‘অনামিকা’র পর এবার ‘পূর্ণা’ হয়ে ছোট পর্দায় ফিরছেন রুকমা, রইল প্রোমো

প্রিয় অভিনেত্রীর একটা ধারাবাহিক শেষ হয়ে গেলেই অনুরাগীদের মন বিষণ্ণ হয়ে ওঠে, আবার কবে তাঁকে দেখতে পাবে এই নিয়ে। কারণ একটা ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার

Saranna

actress rooqma ray coming on new serial promo come out

প্রিয় অভিনেত্রীর একটা ধারাবাহিক শেষ হয়ে গেলেই অনুরাগীদের মন বিষণ্ণ হয়ে ওঠে, আবার কবে তাঁকে দেখতে পাবে এই নিয়ে। কারণ একটা ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই অন্য নতুন ধারাবাহিকে পরের দিন থেকেই দেখতে পাওয়া যায়, এমনটা তো আর হয়না। অনুরাগীদের অপেক্ষা করতে হয় আবার কবে ফিরবে নতুন ধারাবাহিকে।

অনুরাগীদের কাছে এরকমই একটি জনপ্রিয় অভিনেত্রী হলেন রুকমা রায় (Rooqma Ray)। সে কখনো কিরণমালা, আবার কখনো অনামিকা কিংবা মাম্পি এই সব নামেই পরিচিত। খুব কম মানুষই তাঁকে ডাকে রুকমা বলে। এই অভিনেত্রীর শেষ ধারাবাহিক ছিল জি বাংলার ‘লালকুঠি’। একটা ভৌতিক আবহে তৈরি হয়েছিল ধারাবাহিকটি। তাঁর বিপরীতে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে।

actress rooqma ray ake anamika

ধারাবাহিকটি শেষ হওয়ার পর আর দেখা যায়নি কোথাও। এবার শোনা যাচ্ছে খুব শীঘ্রই দেখা যাবে অভিনেত্রীকে। ‘খড়কুটো’, ‘দেশের মাটি’,‘লালকুঠি’ এর পর আবার দেখা যাবে একটি নতুন ধারাবাহিকে। সম্পূর্ণ নতুন লুকে নতুন ভাবে দেখা যাবে তাঁকে। ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এসেছে। তবে জি কিংবা স্টারে নয়, তাঁকে দেখা যাবে সান বাংলার পর্দায়। ধারাবাহিকের নাম ‘রূপসাগরে মনের মানুষ’ (Roopsagore Moner Manush)। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। তবে বিপরীতে কে থাকবেন তা জানা যায়নি।

তাঁর চরিত্রের নাম পূর্ণা। সে সকলের মুশকিল আসান। বাবা ও পরিবারের সাথে পুলিশ কোয়ার্টারে সে থাকে। খুব সুন্দরী এবং মেধাবী, তাঁর একমাত্র লক্ষ্য হল বাবার স্বপ্ন পূরণ করা। মা বাবার যেমন আশা ভরসা, তেমনই বোনেরও আশা ভরসা। পূর্ণা কি পারবে সকলের স্বপ্ন পূরণ করতে ? সেটাই দেখার। জুনের মাঝামাঝি থেকে শ্যুটিং শুরু হবে, জুলাইয়ের প্রথমে সম্প্রচারিত হবে।

রুকমার কথায়, ‘আমি প্রথমবার সান বাংলায় অভিনয় করছি। তাই খুব আশা নিয়ে এখানে আসছি। দর্শকদের যেন ভালো লাগে, সেই আশায় করছি। দর্শকদের কাছে অনুরোধ সবাই ধারাবাহিকটি দেখবেন। আমি এরকম ধারাবাহিক আগে কখনো করিনি। এরকম ধারাবাহিকে এই প্রথমবার। এক নতুন রকমের গল্প। প্রচুর পরিশ্রম করছি, আগে যেমন ভালোবাসা দিয়েছেন তেমনই ভালোবাসা দেবেন আশা রাখছি। আপনাদেরও এই গল্প ভালো লাগবে কথা দিলাম।’

× close ad