১৩ বছরের অভিনয় জীবনে ইতি টেনে বিদেশে পাড়ি দিচ্ছেন অভিনেত্রী রুশা! বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে

বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায় (Roosha Chatterjee)। এই অভিনেত্রী সকলের কাছেই বেশ পরিচিত। ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকে অভিনয় করেই তিনি

Saranna

actress roosha chatterjee going abrod after her weeding

বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায় (Roosha Chatterjee)। এই অভিনেত্রী সকলের কাছেই বেশ পরিচিত। ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকে অভিনয় করেই তিনি জনপ্রিয়তা পান। এই ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তার নিজের নাম সকলের কাছে পৌঁছে যায়। যদিও তার শুরুটা হয়েছিল, ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে। বর্তমানে তাকে একঝলক দেখা গিয়েছিলো ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে।

এবার অভিনেত্রী আগামী ১৯ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। জীবনসঙ্গিনী কলকাতার অশোকনগরের বাসিন্দা। নাম অনুরণ রায়চৌধুরী। পেশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। তবে তিনি কলকাতায় থাকেন না, কাজের সূত্রে তিনি থাকেন বিদেশে। শোনা যাচ্ছে, বিয়ের পর রুশাও স্বামীর সাথে চলে যাবেন বিদেশে। তাহলে কি আর পর্দায় তাকে দেখা যাবে না?

roosha chatterjee getting married soon

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বাবা মায়েরা আমাদের দেখাশোনা ঠিক করেছে। এরপর আট মাসের আলাপ আমাদের দেখাশোনার পর, একে অপরের সাথে প্রেম হয়। আগামী সপ্তাহে বিয়ে। ইন্ডাস্ট্রিতে আমার ১৩ বছর হয়ে গেল। এখন মনে হয় সেটেল ডাউন করা দরকার। এবার আমার ইন্ডাস্ট্রি ছেড়ে বিদেশে যাওয়ার পালা।

নতুন দেশে গিয়ে নতুন ভাবে জীবনটা শুরু করব। তবে এখনও কিছু ভাবিনি কিভাবে জীবনটা শুরু করব। এখন শুধুই ট্রাভেলের কথা ভাবছি’। সত্যিই ইন্ডাস্ট্রিতে কেটেই গেল, ১৩ বছর। ২০০৯ সালে স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’ -র হাত ধরে শুরু হয়েছিল পথচলা। এরপর ২০১৩ সালে ‘তোমায় আমায় মিলে’তে লিড রোলে অভিনয় করেছিলেন। এরপর আর মুখ্য চরিত্রে দেখা মেলেনি।

roosha chatterjee

দেখা মিলেছিল, ‘শ্রীময়ী’, ‘মহাপীঠ তারাপীঠ’, ‘হরগৌরী পাইস হোটেল’ ইত্যাদি ধারাবাহিকে। উল্লেখ্য, এর আগে জনপ্রিয় টেলি অভিনেতা রাহুল দেব বোসের সঙ্গে তার সম্পর্কে আবদ্ধ হওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তবে এ বিষয়ে কেউ কোনো মুখ খোলেননি। তবে এখন বিয়ের কথা শুনে বোঝায় যাচ্ছে, সে সম্পর্ক শেষ হয়েছে অনেক আগেই।

× close ad