গসিপবিনোদনসিরিয়াল

নতুন যাত্রায় পা ‘রোহিণীর’, বাংলা ছেড়ে এবার হিন্দিতে পাড়ি দিলেন জলসা অভিনেত্রী!

সকলেরই ইচ্ছা থাকে জীবনে বেটার কিছু লাভ করা। সাধারণ মানুষ থেকে তারকা এই ইচ্ছা সবারই মনের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। দিন আনা দিন খাওয়া মানুষরা যেমন চায় উঁচু ইমারত বানাতে, ঠিক তেমনই তারকারাও চান গোটা বিশ্বে জনপ্রিয় হতে। তাই তাঁরা চেষ্টা করেন সব ইন্ডাস্ট্রিতে কাজ করার। এবার এই সুযোগ পেলেন ‘গোধূলি আলাপ’ (Godhuli Alap) খ্যাত নায়িকা রোশনি ভট্টাচার্য (Roshni Bhattacharyya Sen)।

তাই শুধু টলিউড নয়, গোটা বিশ্বে জনপ্রিয় হতে বলি-ঢালি-হলি সবেতেই কাজ করতে থাকেন। এই কাজ করার উদাহরণ টলিউডে প্রচুর পরিমাণে দেখা যায়। মিঠুন চক্রবর্তী থেকে রচনা ব্যানার্জী সকলেই এই দৃষ্টান্ত তালিকায় রয়েছে। শুধু বড় পর্দা নয়, ছোটো পর্দার মানুষজনও কিন্তু এই তালিকায় লিপ্ত। এই তো কয়েকদিন আগে ‘মৌ-এর বাড়ি’ খ্যাত অভিনেত্রী অদ্রিজা রায় বাংলা ছেড়ে হিন্দিতে পদার্পণ করেছেন।

actress roshni bhattacharyya debut on mrs undercover in zee5 original

তাই এবার শুধু অদ্রিজা নয়, টলিপাড়ার আরও এক অভিনেত্রী বাংলা ছেড়ে হিন্দিতে পা দিলেন। টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। যিনি জনপ্রিয় হয়েছেন ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে জগদম্বা চরিত্রে। এছাড়াও অভিনয় করেছেন ‘প্রেমের কাহিনি’, ‘আলোয় ভুবন ভরা’ ধারাবাহিকে। এছাড়াও তাঁকে জনপ্রিয়তা দিয়েছে ‘গোধূলি আলাপ’ এর খলনায়িকা চরিত্র।

এহেন অভিনেত্রী এবার পা দিলেন হিন্দি দুনিয়ায়। তিনি নিজেই সেখবর দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, হিন্দি জি ফাইভ অরিজিনালের ছবি ‘আন্ডারকভার’- এ তাঁর দেখা মিলবে। এছাড়াও এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা মিলবে জনপ্রিয় তারকা রাধিকা আপ্তের। উল্লেখ্য, ২০০৭ সালে শুরু হয় পথচলা। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘প্রেমের কাহিনী’ এর মধ্যে দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু করেন।


এই ধারাবাহিকে তাকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন ইন্দ্রাশিস রায়। এরপর কালার্স বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘আলোয় ভুবন ভরা’ তে মুখ্য ভূমিকায় অভিনয় করেন, তাঁর বিপরীতে ছিলেন উদয় প্রতাপ সিংহ। এই ধারাবাহিকের পর আর তেমন একটা মুখ্য চরিত্রে দেখা মেলেনি অভিনেত্রীর।

1Minutenewz Google News Subscribe
Back to top button