TRP-তে রদবদল, নতুন-পুরোনোর মাঝে চলছে হাড্ডাহাড্ডি লড়াই! টপার কে? রইল সম্পূর্ণ তালিকা

বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমীদের জন্য TRP বার। বর্তমানে সব সিরিয়াল গুলির ক্ষেত্রেই টিআরপি তালিকার (TRP List) উপর ভীষণ ভাবে নজর দেওয়া হয়।

Nandini

16th march top 10 bengali serial trp list

বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমীদের জন্য TRP বার। বর্তমানে সব সিরিয়াল গুলির ক্ষেত্রেই টিআরপি তালিকার (TRP List) উপর ভীষণ ভাবে নজর দেওয়া হয়। কারণ, টিআরপিই এখনকার সিরিয়ালের শেষ কথা। সাম্প্রতিক কালে টিআরপি না থাকার কারণে একের পর এক সিরিয়াল খুব কম সময়েই বন্ধ হয়ে গেছে। আবার কিছু ধারাবাহিক হয়ে উঠেছে দীর্ঘস্থায়ী। নতুন পুরোনো মাঝে পয়েন্টের লড়াই। বিগত কয়েক সপ্তাহ যাবৎ টিআরপি তালিকা লক্ষ্য করলে দেখা যাবে।

গত কয়েক সপ্তাহ একই ভাবে তালিকায় প্রথম স্থানে আছে স্টার জলসার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। আর দ্বিতীয় স্থানে জী বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘জগদ্ধাত্রী’। যদিও মাঝখানে একটি সপ্তাহে ব্যাতিক্রম চোখে পড়েছিল। অনুরাগের ছোঁয়া স্টার জলসার পুরোনো ধারাবাহিক জী বাংলার জগদ্ধাত্রীর তুলনায়। তবে অনুরাগের ছোঁয়ার বর্তমান ট্র্যাক দর্শকের কাছে বেশ পছন্দের হয়ে উঠেছে তা বোঝা যায়। বোঝাই যাচ্ছে নতুনদের জায়গা ছাড়তে নারাজ বেঙ্গল টপার সিরিয়াল গুলি।

16th march top 10 bengali serial trp

এর আগে তালিকায় চোখ রাখলেই ‘মিঠাই’ ধারাবাহিককে তালিকায় প্রথম স্থানে দেখা যেত। তবে সময় পরিবর্তনের সাথে সাথে আর গল্পে একটু ভিন্ন মোড় আনার পর মিঠাই সেরা দশের তালিকায় জায়গা করে নিলেও প্রথম স্থানে এখনও পৌঁছাতে পারেনি আর। এই সপ্তাহে সেরা দশেও জায়গা করে নিতে পারেনি মিঠাই। তবে নতুন ধারাবাহিক হয়েও সকলকে জোর টক্কর দিচ্ছে ‘জগদ্ধাত্রী’ ও ‘নিম ফুলের মধু’। এমনকি পিছিয়ে নেই গৌরী এলো আর খেলনা বাড়িও। আসুন দেখে নেওয়া যাক আজকের সেরা দশের টিআরপি তালিকা।

সেরা ১০ সিরিয়ালের টিআরপি তালিকাঃ

প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৭)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.০)
তৃতীয়- খেলনা বাড়ি (৭.৫)
চতুর্থ- গৌরী এলো / নিম ফুলের মধু (৭.৩)
পঞ্চম- রাঙা বউ (৬.৭)
পঞ্চমী (৬.৩)
মেয়েবেলা (৬.১)
সোহাগ জল (৬.০)
হরগৌরী পাইস হোটেল (৫.৯)
বাংলা মিডিয়াম / গাঁটছড়া (৫.৮)

top 10 bengali serial trp

ধারাবাহিকের পাশাপাশি বিনোদনের চ্যানেল গুলিতে কয়েকটি নন ফিকশন শো আয়োজিত হয়ে থাকে। এই সপ্তাহে সেই নন ফিকশন শো গুলির মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে জী বাংলার নাচের শো ড্যান্স বাংলা ড্যান্স পেয়েছে ৭.১ পয়েন্ট। দিদি নং ওয়ান (সানডে স্পেশাল) এপিসোড পেয়েছে ৬.৭ পয়েন্ট। এই সপ্তাহে দিদি নং ওয়ানকে ছাপিয়ে সর্বোচ্চ নম্বর ড্যান্স বাংলা ড্যান্স পেয়েছে। তারপর স্টার জলসার গানের শো সুপার সিঙ্গার সিজন ৪ পেয়েছে ৩.৬ পয়েন্ট। এরপর জী বাংলার নতুন শো ঘরে ঘরে জী বাংলা পেয়েছে ১.৩ পয়েন্ট।

Related Post