সবাইকে কাঁদিয়ে চলে গেলেন সংগীত জগতের জনপ্রিয় শিল্পী কেকে (KK) অর্থাৎ কৃষ্ণকুমার কুন্নাথ (Krishnakumar Kunnath)। যার গান হাজার হাজার দর্শকের মন জয় করে নিয়েছে। মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হন শিল্পী। হার্টআট্যাক এর কারণেই তার মৃত্যু হয়। এমনটাই জানা গেছে। তবে তার এই অকতস্মাৎ মৃত্যুতে শোকাহত সকলেই। কেকে অনেক ভাষায় গান গেয়েছেন। তার গান তাকে সকলের মধ্যে জনপ্রিয় করে তুলেছিল।
যে মানুষটা কয়েক ঘন্টা আগেও মঞ্চে দাঁড়িয়ে সকলকে গান গেয়ে ভরপুর আনন্দ দিয়েছেন। তার এভাবে কয়েক ঘন্টার অন্তরে চিরতরে হারিয়ে যাওয়াটা মেনে নিতে পারছেননা কেউই। তার অনুরাগীরা গভীর ভাবে শোকাহত ও মর্মাহত। ৩০ ও ৩১ শে মে কেকে কলকাতায় এসেছিলেন তার লাইভ কনসার্টের জন্য। কেকে (KK) অর্থাৎ কৃষ্ণকুমার কুন্নাথ (Krishnakumar Kunnath) নিজের গানে গানে মাতিয়ে তুলেছিলেন সকলকেই।
অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রর ছিঃ ছিঃ করলেন রূপঙ্কর বাগচির কেকেকে নিয়ে পোস্টে (Actress Rupanjana Mitra Cry shame on Rupankar Bagchi’s Post on KK)
গতকাল তিনি নজরুল মঞ্চে গান গেয়ে সকলকে মুগ্ধ করে তুলেছিলেন। গানের পর অনেকের সাথে কথাও বলেছেন তিনি। অনেকের আবদারে সেলফিও তুলেছিলেন কিন্তু হোটেলে ফেরার পর হঠাৎ করেই তাকে হসপিটালে নিয়ে যাওয়ার খবর আসে আর কলকাতার (CMRI) হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তার মৃত্যুতে শোকবার্তা প্রকাশের সাথে সাথে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra) বাংলার অপর এক জনপ্রিয় গায়ক রূপঙ্কর বাগচীর প্রতি ছিঃ ছিঃ কার করে বলেন।
‘সেম অন ইউ, মিঃ রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi), আপনি নেহাতই একজন স্বার্থপর মানুষ, আপনার মনের সংকীর্ণতা আগে দূর করুন তারপর কেকের সাথে নিজের তুলুন করবেন। আপনার জাতীয় পুরস্কার পাওয়া বৃথা। কেকে নিজের গান দিয়ে সকলের মন জয় করেছে।আপনি আগে বড়ো মনের মানুষ হন। বাংলার শিল্পী হয়ে আপনি কতটা ছোট মনের পরিচয় দিলেন। কেকের প্রতি আপনার ঈর্ষা আমায় সত্যি খুব আঘাত করেছে। আমিও একজন কেকে ভক্ত। আপনার কোনো অধিকার নেই তাকে ছোট করার।’ অভিনেত্রী রূপাঞ্জনার এমন পোস্টে অনেকেই সহমত পোষনা করেছেন।
কেকের প্রতি রূপঙ্কর বাগচির মনোভাব (Rupankar Bagchis Thought on Songer KK)
আসলে গত ৩০-৩১ তারিখ কেকের কনসার্ট ঘিরে শ্রোতাদের উত্তেজনা দেখে শিল্পী রূপঙ্কর বাগচী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। যেখানে তিনি স্পষ্টত জানান। ‘কেকের লাইভ কনসার্টের কিছু ভিডিও দেখেছি তিনি খুব ভালো গায়ক। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তো ভিডিও আমার, ইমন, রাঘব, মনোময় এদের এরকম ভিডিও থাকে সেগুলো ঘিরে টি আপনাদের এতো উত্তেজনা দেখতে পাই না। আর তিনি আরও বলেন কেকের গান শুনে তিনি বুঝেছেন কেকের থেকে গানটা তারাই বেশি ভালো গান। সবশেষে বলেছেন বাংলা গানকে ভালোবাসুন। বোম্বার শিল্পীকে নিয়ে কেন এতো মাতামাতি ? কে এই কেকে ?’ তার এমন উক্তিতে রেখে গিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন রূপাঞ্জনা।