একসময়ের জনপ্রিয় অভিনেত্রী হলেন শতাব্দী রায় (Satabdi Roy)। অভিনয় করেছেন, বিখ্যাত বিখ্যাত চরিত্রে। শতাব্দী রায় মানেই হিট। ১৯৬৯ এর পর থেকে লিড চরিত্রে যাকে দেখা গিয়েছিল তিনি হলেন শতাব্দী। অভিনয় করেছেন লিড চরিত্রে। কখনও অভিষেক চট্টোপাধ্যায়ের সাথে, কখনও তাপস পাল, কখনও চিরঞ্জিত, প্রসেনজিৎ এর সাথে। বেশিরভাগ তাঁর দেখা মিলেছিল তাপস পালের সাথে।
তপন সিনহার প্রবল প্রশংসিত বাংলা ছবি ‘আতঙ্ক’ দিয়ে শুরু হয়েছিল অভিনয় যাত্রা। এরপর একে একে নানান ছবিতে অভিনয় করতে দেখা যায়। এ হেন অভিনেত্রী অভিনয় জীবন থেকে সরে গিয়ে নাম লেখান রাজনীতির ময়দানে। রাজনীতির ময়দানে যোগ দিয়েছিলেন তাঁর সমসাময়িক অনেক অভিনেত্রী। কিন্তু যখন তারা রাজনীতি থেকে সরে আবার অভিনয়ে নাম লেখান তখন তিনিও আর থাকলেননা রাজনীতিতে।
আমরা দেখেছি, দেবশ্রী রায়, ইন্দ্রানী হালদারকে অভিনয়ে যোগ দিতে। তারা অভিনয় থেকে রাজনীতির ময়দানে গিয়েছিলেন, কিন্তু তারা আবার ফিরে এসেছেন অভিনয় জগতে। এবার শতাব্দী রায়ও ছক্কা মেরে ফিরলেন অভিনয়ে। তবে টলিউড বা ছোটো পর্দায় নয়, তিনি ফিরছেন বলিউডে। অভিনেত্রীকে দেখা যাবে হিন্দি ছবিতে। ছবির নাম- ‘দ্য জঙ্গিপুর ট্রায়াল’ (The Jangipur Trial)।
দেবাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবির শ্যুটিং শুরু হয়ে গেছে। আইনজীবীর ভূমিকায় দেখা মিলবে। তিন দশক আগেকার এক পুরনো মামলার সুবিচার করতে তিনি লড়াই করবেন। এই ছবিতে দেখা মিলবে, কবীর বেদী, জাভেদ জাফরি, রাজেশ খট্টর, জাকির হুসেইন, অমিত বহেলদের মতো অভিনেতাদের।
এত বছর পর অভিনয়ে ফিরে তিনি তার অভিজ্ঞতা জানিয়েছেন, তিনি জানান, ‘ আমি অভিনয় ছাড়িনি, অপেক্ষা করছিলাম ভালো চরিত্রের জন্য। আমি আবার নতুন করে নিঃশ্বাস নিলাম, আমি একজন সৃজনশীল মানুষ হিসেবে এত বছর পর, অভিনয়ে ফিরে, নিজেকে ফিনিক্স পাখির মতো মনে হচ্ছে। আমি যাই করি না কেন, অভিনয় আমার কাছে নেশা, আমি অভিনয়ের কাছে চিরঋণী’।