‘কাজ ফুরোলেই বন্ধুত্ব শেষ’! মুখ খুললেন দ্যুতি অভিনেত্রী শ্ৰীমা ভট্টাচার্য

Shreema Bhattacharjee : টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় এক অভিনেত্রী হলেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। এখনও পর্যন্ত অনেক ধারাবাহিকে অভিনেত্রীকে দেখা গেছে। মূলত পার্শ্ব চরিত্রেই তাকে

Nandini

actress shreema bhattacherjee openup about television industry

Shreema Bhattacharjee : টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় এক অভিনেত্রী হলেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। এখনও পর্যন্ত অনেক ধারাবাহিকে অভিনেত্রীকে দেখা গেছে। মূলত পার্শ্ব চরিত্রেই তাকে দেখা যায় পর্দায়। তার স্টার জলসার ‘গাঁটছড়া’ সিরিয়ালের দ্যুতি চরিত্রটি দর্শকমনে প্রভাব বিস্তার করেছে। দ্যুতি প্রথম থেকে ভিলেন চরিত্র থাকলেও পরে তাকে পজিটিভ চরিত্রে পেয়েছেন দর্শক।

সব মিলিয়ে দ্যুতি চরিত্রটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল দর্শকমহলে। বর্তমানে অভিনেত্রী আবার নতুন সিরিয়াল নিয়ে পর্দায় ফিরছেন। তবে এবার তাকে জি বাংলা বা স্টার জলসার পর্দায় দেখা যাবেনা। দেখা যাবে সান বাংলার পর্দায়। ‘বসু পরিবার’ সিরিয়ালে ‘সন্ধ্যাতারা’ অভিনেতা’র বিপরীতে দেখা যাবে তাকে।

নতুন ভাবে অভিনেত্রীকে পর্দায় দেখার জন্য তার অনুরাগীরা বেশ উৎসাহিত হয়ে আছেন। আগামী ৫ ই আগস্ট থেকে এই ধারাবাহিকটি পর্দায় সম্প্রচার হতে দেখা যাবে। বাংলা ইন্ডাস্ট্রি ছোট নয়। বহু মানুষ এর সাথে জড়িয়ে আছেন। একসাথে এক সিরিয়ালে কাজ করার সময় অনেকেরই বেশ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। তবে সিরিয়াল শেষের সাথে সাথে সবটা ফিকে হয়ে যায়।

আরও পড়ুনঃ মহিষাসুরমর্দিনী রূপে কামব্যাক করছেন কোয়েল মল্লিক, দেখা যাবে কোন চ্যানেলে? ফাঁস হল ছবি

বহু অভিনেতা-অভিনেত্রীর বন্ধুত্ব নিয়ে স্পষ্ট জবাব থাকে ‘ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় না।’ কিন্তু এই কথাটা কতটা সত্যি? বা আদৌ এই বিষয়ে কি ধারণা সেই নিয়ে অভিনেত্রী শ্রীমাকে প্রশ্ন করা হয়। আনন্দবাজার অনলাইনে অভিনেত্রী এই প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে বড় হয়ে ওঠার এটা একটা অঙ্গ। অনেককেই বদলে যেতে দেখি। ইন্ডাস্ট্রিতে বা কোচিং-এ পড়তে গিয়ে এমন অনেক বন্ধু দেখেছি যারা হঠাৎ বদলে গিয়েছে।’

ইন্ডাস্ট্রিতে এমন বহু বন্ধুত্ব দেখেছি। কাজ শেষ হয়ে গেলেই বন্ধুত্বগুলো নষ্ট হয়ে যায়। আবার কাজ করতে করতেও বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে দেখেছি। কে কোন কাজ পাবে তা নিয়ে ঈর্ষার বিষয় তো রয়েছেই। হয়তো, কাউকে বন্ধু ভেবে বিশ্বাস করে অনেক কথা বলে ফেলেছি। পরে সেই কথাগুলিই অন্য কারও মুখ থেকে শুনেছি। বন্ধু থাকার সময় তো এমন আশা করিনি! তবে সৌভাগ্যবশত, এ সব নিয়ে সামনাসামনি কথা কাটাকাটির মতো পরিস্থিতি তৈরি হয়নি, এখনও।’

× close ad