টেলি ইন্ডাস্ট্রির অনেকেরই বেশ সাফল্যমণ্ডিত কেরিয়ার। একটা ধারাবাহিক শেষ হলেই আর একটা ধারাবাহিকে সুযোগ পেতে বসে থাকতে হয়না। খুব সহজেই চলে আসে সুযোগ। আবার দেখা যায়, কেউ কেউ একটা ধারাবাহিক করতে করতে সঙ্গে সঙ্গেই আরও একটা ধারাবাহিকে সুযোগ পেয়ে যায়, তেমনই একজন অভিনেত্রী হলেন স্নেহা চট্টোপাধ্যায় (Sneha Chatterjee)। ইনি একজন জনপ্রিয় অভিনেত্রী।
সঞ্চালনা দিয়ে শুরু হয়েছিল তার কেরিয়ার। সেন্ট জেভিয়ার্সে সোশিওলজি নিয়ে পড়াশোনা করতেন। বাড়ি থেকে অভিনেত্রীকে বলা হয়েছিল অ্যাঙ্কারিং করতে পার, সিরিয়াল নয়। তাই ওই পথে হাটেননি। কিন্তু সেই অভিনয়কেই ভালোবেসে, এগিয়ে গেলেন। যেটা প্রথমে তিনি করেননি। সত্যি কার ভাগ্য যে কোথা দিয়ে বয়ে যায়, তা বলা বেশ মুশকিল।
গ্র্যাজুয়েশনের পর সিম্বাসিসের পরীক্ষা দিয়ে ফিরছিলেন, তখনই তাঁর কাছে ফোন এল এখানে আকাশ নীল ধারাবাহিকের জন্য। এরপর সুবর্ণলতা ধারাবাহিক। এভাবেই শুরু হয় পথচলা। তারপর একে একে জলনুপুর, নকশীকাঁথা, পুন্যি পুকুর সহ আরও অনেক ধারাবাহিক। ২০২১ এর ৫ ই ফেব্রুয়ারি মা হওয়ার পর অভিনেত্রী বিরতি নিয়েছিলেন। এরপর বিরতি কাটিয়ে ‘লালকুঠি’ ধারাবাহিকে আবার পদার্পণ করেন।
কিন্তু এই লালকুঠি ধারাবাহিক মাত্র ৭ মাসের মধ্যেই বন্ধ হয়ে যাবে। শেষ হয়ে গেছে লালকুঠি ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিং। ধারাবাহিকে যে, রহস্যের হাতছানি, ভূতভূত ব্যাপারটা দর্শকদের ঠিক মনের মতো হয়তো হয়ে উঠতে পারেনি। আর তাইতো টিআরপি তালিকাতে এর প্রভাব পড়েছে প্রতিবার। এখনও সঠিক জানা না গেলেও সম্ভবত এই নভেম্বরেই শেষ হবে লালকুঠি ধারাবাহিকটি।
আরও পড়ুনঃ জী বাংলার গৌরীকে টেক্কা দিতে স্টার জলসা নিয়ে আসছে এক নাগিনের কাহিনী! রইল প্রোমো
তবে লালকুঠি শেষের খবর হতে না হতেই অভিনেত্রী স্নেহা ভট্টাচার্যের দেখা মিলল, স্টার জলসার এক আগত নতুন ধারাবাহিক ‘পঞ্চমী’তে। সম্প্রতি, স্টার জলসা চ্যানেলের তরফে এই আগত নতুন ধারাবাহিকের একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। এই ধারাবাহিকের হাত ধরে আরেকবার জলসার পর্দায় ফিরছেন অভিনেত্রী সুস্মিতা। জেক বৌমা একঘর ধারাবাহিকে দেখা গিয়েছিলো।
এই ধারাবাহিকে দেখা গেল, পঞ্চমী অর্থাৎ নায়িকার মায়ের ভূমিকায় অভিনেত্রী। সে অন্তঃসত্ত্বা। নাগ পঞ্চমীর দিন ঝড় জলের রাতে সে মন্দিরে এসে উপস্থিত হয়। সেখানেই তার প্রসব করা হয়। কিন্তু যখন বাচ্চা প্রসব হয়, দেখা গেল এক কন্যা সন্তান হয়েছে, সেই সন্তানের নাভি থেকে বেরোচ্ছে সাপ। পরে দেখা যাবে সে সাধারণ কোনো মেয়ে নয়। তবে সে আসলে কে তা গল্পের শুরুর সাথে সাথেই জানা যাবে।