টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় এক অভিনেত্রী হলেন শোলাঙ্কি রায় (Solanki Roy)। যাকে দেখা গিয়েছিল স্টার জলসার গাঁটছড়া ধারাবাহিকের খড়ি চরিত্রে। তিনি ছিলেন ধারাবাহিকের প্রাণ। বর্তমানে ধারাবাহিক এখনও অব্যহত রয়েছ, অব্যহত থাকলেও খড়ি না থাকায় ধারাবাহিকটি ফাঁকা ফাঁকা মনে হয়। অভিনেত্রীর শারীরিক অসুস্থতার জন্য বিরতি নিয়েছিলেন। এছাড়াও তাঁর ধারাবাহিকের কনট্যাক্ট শেষ হয়ে গিয়েছে, কিন্তু এরপর আর রিনিউ করেননি।
এরপর কিছুদিন পরে সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল ভ্রমণের ছবি। পাহাড়ি রাস্তায় বৃষ্টি উপভোগ করতে বিশ্রাম নিচ্ছিলেন। আর এই বিশ্রাম নিয়ে অভিনেত্রী এখন ফিট। আর তাই বর্তমানে শোনা যাচ্ছে, আবার নতুন যাত্রায় পা দিতে চলেছেন। জানা যাচ্ছে, আবারও ওয়েব সিরিজে তাঁকে দেখা যাবে। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের এই সিরিজে তাঁর চরিত্রের নাম হবে পৃথা। এটি একটি ফ্যামিলি ড্রামার সিরিজ। এই সিরিজে শোলাঙ্কি ছাড়াও দেখা যাবে, অনসূয়া মজুমদার, ঐশ্বর্য সেনকে।
এই সিরিজের শ্যুটিং শুরু হবে জুন মাসে। এই খবরে খুশি হয়েছেন তাঁর সকল অনুরাগী। এছাড়াও আগামী দিনে তাঁকে দেখা যাবে ‘শহরের উষ্ণতম দিনে’। অনেকে এই খবরে খুশি হলেও, অনেকে আবার বিরক্তি প্রকাশ করেছেন। কারণ খড়ি চলে যাওয়ায় অনেকেই দুঃখ প্রকাশ করেছিলেন। তারা চেয়েছিলেন আবার খড়ি ফিরুক। তাদের পছন্দের অভিনেত্রী আবার ধারাবাহিকে ফিরুক। কিন্তু অসুস্থতার জন্য তিনি নেই ধারাবাহিকে। বর্তমানে যখন শোনা গেল এই খবর। অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। একজন লিখেছেন, ‘এদিকে আমরা ভাবছি তার শরীর খারাপ।
আমরা খুব মিস করছি। আর উনি অন্য দিকে অন্য প্রোগ্রাম নিয়ে ব্যস্ত এটা ঠিক হচ্ছে না।’ উল্লেখ্য, শোলাঙ্কি চেয়েছিলেন সাংবাদিক হতে, হয়ে গেলেন অভিনেত্রী। তবে বর্তমানে অভিনয় জীবনে বেশ ভালোই আছেন।তাঁর জীবনে অভিনয় হঠাৎ করেই আসে। একদিন বিশ্ববিদ্যালয়ে বসেছিলেন, সেখানেই তাঁর কাছে প্রস্তাব আসে প্রথম অভিনয়ের। রাতারাতি প্রস্তাবের সিদ্ধান্ত নেন। কিন্তু তিনি জানিয়েছিলেন অভিনয় জানেননা, তিনি অভিনয় পারবেন না।
এরপর একবারই অডিশন দেন। ব্যস তারপরই সিলেক্ট হয়ে যান। এখন তিনি অভিনয় ছাড়া কিছুই বোঝেননা। উল্লেখ্য, অভিনেত্রীর শুরু হয়েছিল, ‘ইচ্ছেনদী’ ধারাবাহিক দিয়ে। এই ধারাবাহিকের পর বেশ জনপ্রিয় হয়ে যান। শুধু ধারাবাহিক নয়, সিনেমা থেকে সিরিজ সবেতেই তাঁর দেখা মেলে। শোলাঙ্কিকে দেখা গেছে মন্টু পাইলট ওয়েব সিরিজে। এই ওয়েব সিরিজ তাঁকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছে।