গ্রামের বাড়ি ছেড়ে বারেবারে কলকাতা আসা কিসের টানে? নিজেই জানালেন পর্দার ‘রাধিকা’ সোনামনি

অনেক মানুষ আছেন যারা নিজেদের জন্মভূমিকে এতটাই ভালোবাসেন যে তারা সেখানেই ফিরে যেতেন। কর্মসূত্রে কলকাতায় থাকলেও ইচ্ছে করে বারবার ফিরে যেতে সেই গ্রামের বাড়িতে। কিন্তু

Saranna

actress sonamoni saha openup about her kolkata city love

অনেক মানুষ আছেন যারা নিজেদের জন্মভূমিকে এতটাই ভালোবাসেন যে তারা সেখানেই ফিরে যেতেন। কর্মসূত্রে কলকাতায় থাকলেও ইচ্ছে করে বারবার ফিরে যেতে সেই গ্রামের বাড়িতে। কিন্তু খুব কম মানুষই আছে, যারা নিজের জন্মভূমিকে ছেড়ে কলকাতাকেই ভালোবেসে ফেলেছেন। তেমনই এক জনপ্রিয় অভিনেত্রী হলেন, অভিনেত্রী সোনামনি সাহা (Sonamoni Saha)।

অভিনেত্রী ছোটোবেলা থেকে বড় হওয়া অব্দি কখনো কলকাতাতেই আসেননি। তাঁর বেড়ে ওঠা মালদাতে। বিয়ের পর প্রাক্তন বরের সাথেই কলকাতাতেই আসেন। যখন কলকাতাতে পা দেন তখন সালটা ছিল ২০১৫। প্রথম বারটা ছিল ভ্রমণের জন্য। আর দ্বিতীয়বার যখন আসেন, সেটা কর্মসূত্রে। তারপর থেকেই এই শহরে পাকাপোক্ত ভাবে থাকা শুরু। প্রথম প্রথম বাড়ির সকলেই তাঁকে সাবধান করত।

actress sonamoni saha openup about her retirement

অচেনা শহর একা একা বেড়াবিনা। কিন্তু এখন অভিনেত্রীর কলকাতার ৭০ শতাংশ অলিগলি চেনাজানা। কোথায় কী রয়েছে এখন সবটাই নখদর্পণে। আর তাই তিনি ক্যাব বুক করে অ্যাড্রেসটা অ্যাপে নিবন্ধন করে দিতেন, আর অ্যাপে করেই চলে যেতেন। তবে তাঁর স্বামী চিনিয়েছেন এই শহরকে। তিনি যখন নিজের জন্মভূমি মালদাতে যান, সেখানে গিয়ে একমুহূর্ত থাকতে পারেননা।

গিয়ে ৩ দিন অন্তত থাকি, তারপর আবার মনে হয় কলকাতাতেই ফিরে যায়। অভিনেত্রীর কথায়, ‘কলকাতাতেই আমার কেরিয়ার শুরু, কলকাতাই আমার বাড়ি। কলকাতাই আমার শহর। ভবিষ্যতে যদি অন্য কোথাও গিয়ে থাকতে হয়, কলকাতাই আমার কাছে সেরা হয়ে থাকবে। এখানে আমার কোনো উদ্দেশ্য ছাড়াই ঘুরতে ভালো লাগে।’

actress sonamoni saha openup about her retirement plan's

এই কলকাতার সবটাই তাঁর ভালোলাগে, লিট্টি চোখা, ফুচকা, মোমো, গড়িয়াহাটে বাজার করতে, সাউথ সিটি মলে ঘুরতে । সুযোগ পেলেই বন্ধুদের সাথে সাউথ সিটি মলের উদ্দেশ্যে বেড়িয়ে পড়েন। এছাড়াও তিনি কোনো উদ্দেশ্য ছাড়াই ঘুরে বেড়ান। কিন্তু ভালোলাগেনা কলকাতার গরমটা। দিনের বেলা একদম বেড়াতে ভালো লাগেনা। তবে কলকাতার সন্ধ্যাটা খুব প্রিয় তাঁর। রাত ১০টা-১১টার সময়টাও বেশ লাগে।

× close ad