বর্তমানে প্রতিটি চ্যানেলেই বাংলা সিরিয়াল আসে আর যায়। একটা সিরিয়াল শুরু হতে না হতেই শেষের দিন যেন ঘনিয়ে আসে। কিছু ধারাবাহিক অবশ্য দীর্ঘস্থায়ী হয়ে যায়। যেমন জী বাংলার মিঠাই ধারাবাহিকটি দুই বছর পূরণ করে ফেলেছে ইতিমধ্যেই। স্টার জলসার ‘আলতা ফড়িং’ ধারাবাহিকটি এক বছর পূরণ করে ফেলেছে। আর ‘অনুরাগের ছোঁয়া’ আর এক মাস বাদেই এক বছর পূরণ করবে।
কিন্তু অন্যদিকে দেখলে ‘লালকুঠি’, ‘মাধবীলতা’, ‘বৌমা একঘরে’র মত কিছু সিরিয়াল খুব কম সময়ের মধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। ধারাবাহিক যেমন একের পর এক আসে যায় তেমনই কিছু নতুন ও পুরোনো অভিনেতা অভিনেত্রী আছেন যাদের একবারের পর আর পর্দায় দেখাই যায়না। তবে কেউ কেউ নিঃশব্দে একের পর এক ধারাবাহিকে অভিনয় করে চলেন। এমনই একজন হলেন অভিনেত্রী সৌমি চ্যাটার্জী (Soume Chatterjee)।
কৃষ্ণকলি, কপাল কুন্ডলার মত ধারাবাহিকে অভিনয় করেছেন এই তরুণ অভিনেত্রী। সম্প্রতি জী বাংলায় শেষ হয়েছে ধারাবাহিক ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’। সেই ধারাবাহিকে অভিনেত্রী পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। এবার তাকে দেখা যাবে স্টার জলসার ‘মেয়েবেলা’ (Meyebela) ধারাবাহিকে। অভিনেত্রী এবাবেই একের পর এক ধারাবাহিকে অভিনয় করে চলেছেন।
তার অভিনয় দর্শকের বেশ ভালো লাগে। নতুন সিরিয়ালে অভিনেত্রী সম্ভবত অভিনেত্রী স্বীকৃতির বোনের চরিত্রে ধরা দেবেন। সবে ধীরে ধীরে একটু একটু চরিত্র প্রকাশ পাচ্ছে ছবির মাধ্যমে। খুব শীঘ্রই পর্দায় আসতে চলেছে এই সিরিয়াল। আর এই সিরিয়ালের হাত ধরে আবার পর্দায় ফিরছেন অভিনেত্রী রুপা গাঙ্গুলি। তাকে আবারও পর্দায় পেয়ে তার অনুরাগীরা খুব খুশি হয়েছেন।
এই ধারাবাহিকে মধ্যে দিয়ে একটি সুন্দর গল্প তুলে ধরতে চলেছেন নির্মাতারা। প্রোমোর সাথে এমন একটি বাস্তব পরিস্থিতির লাইন তুলে ধরা হয়েছে যে, ‘ছোট থেকেই সমাজ বলে দিয়েছে মেয়েরাই মেয়েদের শত্রু । সত্যিই কি তাই ? নাকি এক ছাদের তলায় লড়তে লড়তে একে অপরের বন্ধু হয়ে উঠবে ওরা?’ প্রোমো দেখেই সকলে বেশ উৎসাহিত একটু অন্য গল্পের স্বাদ পাওয়ার আশায়। তবে শুরু হলেই বোঝা যাবে গল্প কোন দিকে গড়াবে।