আর কিছুদিন বাদেই ঘটবে মা দুর্গার আগমন। এবারের মহালয়ায় সকলের প্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) সকলকে দিতে পারেন বিশেষ চমক। শরৎ মানেই পুজো। পুজো মানেই মহালয়া আর কাশফুলের দোলা। আর মহালয়া মানেই তো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুরমর্দিনী। তবে সময়ের সাথে সাথে বদলেছে অনেক কিছুই। আগে রেডিও তে লোকে শুনত মহালয়া। তারপর টিভি এল, দূরদর্শন এল, এখন মানুষ টিভিতে সম্প্রচারিত হওয়া মহালয়ার অনুষ্ঠান দেখতে পছন্দ করেন। এখন তো প্রতিটা টিভি চ্যানেলেই দেখা যাচ্ছে, মহালয়া। এখন মহালয়া আধুনিকতার সাথে পাল্লা দিয়ে হচ্ছে নতুন ভাবে। জি বাংলা থেকে স্টার জলসা থেকে কালার্স বাংলা সমস্ত চ্যানেলেই তৈরি হচ্ছে মহালয়া।
এই মহালয়াতে অভিনয় করেন প্রত্যেক চ্যানেলের নিজস্ব ধারাবাহিকের নিজস্ব শিল্পীরা। শোনা যাচ্ছে এবার জি বাংলায় দূর্গার ভূমিকায় অভিনয় করবেন মিঠাই তথা অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। আর মহাদেবের ভূমিকায় থাকছেন যমুনা ঢাকীর সংগীত তথা অভিনেতা রুবেল দাস। এমনিতেই সকলের পছন্দের অভিনেত্রী এখন সৌমিতৃষা কুন্ডু আর সেই সৌমিতৃষা যদি দূর্গা হয়, তাহলে তো সেই মহালয়া একেবারে জমে ক্ষীর।
গতবারের মহালয়া একটু অন্যরকম হয়েছিল। দেবী দুর্গার নানান রূপ সেখানে আবর্তিত হয়েছিল। কালী রূপে দেখা গিয়েছিল ‘অপরাজিতা অপু’র অপু তথা অভিনেত্রী সুষ্মিতাকে। দেবী দুর্গার কুমারীরূপের ভুমিকায় দেখা গিয়েছিল, ‘মিঠাই’-এর নিপা অর্থাৎ ঐন্দ্রিলাকে । ত্রিপুরেশ্বরী রূপে দেখা গিয়েছিল ‘জীবন সাথী’ ধারাবাহিকের ঝিলম তথা অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়াকে । দেবী কৌশিকীর ভূমিকায় দেখা গিয়েছিল কৃষ্ণকলি সিরিয়ালের শ্যামা অর্থাৎ তিয়াশাকে। দেবী পার্বতীর ভূমিকায় দেখা গিয়েছিল যমুনা ঢাকি সিরিয়ালের যমুনা তথা শ্বেতাকে।
এছাড়াও, চামুণ্ডা রূপে দেখা গিয়েছিল রিমলি সিরিয়ালের রিমলি তথা অভিনেত্রী ইধিকা পাল কে। অন্নপূর্ণা রূপে দেখা গিয়েছিল শ্রীপর্ণা কে। আদ্যাশক্তি রুপে দেখা গিয়েছিল শুভশ্রী কে। কমলে কামিনি রুপে দেখা গিয়েছিল সৌমিতৃষা কে। এবার সেই সৌমিতৃষাই ফিরছেন মা দুর্গার ভূমিকায়। অনুরাগীরা চেয়েছিলেন তাঁকে এই রুপে দেখতে। অনুরাগীদের সেই ইচ্ছা এবার পূরণের লক্ষ্যে। খবরটা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
View this post on Instagram
মিঠাই নিজের ইনস্টা স্টোরিতে এ খবর প্রকাশ করেন। তাই অনেকের মনে হচ্ছে সৌমিতৃষা ইঙ্গিত দিলেন এবারের মহালয়া তে জি বাংলা তে দুর্গা হচ্ছেন সৌমিতৃষা। আর মহাদেবের ভুমিকায় থাকছেন যমুনা ঢাকীর সংগীত তথা অভিনেতা রুবেল দাস। এ খবর শুনে মিঠাই অনুরাগীরা বেজায় খুশি। যদিও আনুষ্ঠানিকভাবে চ্যানেল কর্তৃপক্ষ কিছু জানায় নি। তবে মহিষাসুরের ভূমিকা তে কে থাকছে জানা যায়নি। তবে খুব শীঘ্রই দর্শকের জন্য আসতে চলেছে বিরাট চমক।