Subhashree Ganguly : টলিউডের খ্যাতনামা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। অভিনয় জীবন ব্যক্তিগত জীবন সব মিলিয়েই তিনি সর্বদা লাইমলাইটে থাকেন। অভিনেত্রী হওয়ার সাথে সাথে তার আরেক বিশেষ পরিচয়, তিনি রাজ-ঘরণী। পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী। সম্প্রতি, সামনে এসেছে এমন এক খবর যা বেশ বিতর্কের সৃষ্টি করেছে দর্শকমহলে। এই বিতর্কের বিষয় হল বিনোদিনী বনাম বিনোদিনী।
রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়-এর মধ্যে বিনোদিনী চরিত্রের লড়াই। কিছুদিন আগেই বড়পর্দায় মুক্তি পেয়েছে অভিনেত্রী রুক্মিণী মৈত্র’র অভিনীত ছবি ‘বিনোদিনী : একটি নটীর উপাখ্যান (Binodiini – Ekti Natir Upakhyan)’। যে ছবির পরিচালক ছিলেন রামকমল মুখোপাধ্যায়। ছবি মুক্তি পাওয়ার আগে এই চরিত্র নিয়ে অভিনেত্রী রুক্মিণী’কে অনেক বিতর্কের মুখে পড়তে হয়।
View this post on Instagram
তবে ছবি মুক্তির পর তার অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসিত হচ্ছে। অন্যদিকে, দোলে পরিচালক সৃজিত মুখার্জী তার পররবর্তী ছবির ঘোষণা করলে বিতর্ক শুরু হয় দর্শকমহলে। সৃজিত মুখার্জীর আসন্ন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ তে বিনোদিনীর চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে। এই ঘোষণার পর একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে।
আরও পড়ুনঃ সেই কারণেই..! ‘স্ত্রী হিসাবে আমি জিরো’, আক্ষেপ অভিনেত্রী ইন্দ্রানী হালদারের
অবশেষে দোলের দিন এই ছবির ঘোষণার এক অনুষ্ঠানে ফের সাংবাদিকদের প্রশ্নে এই বিতর্কের কথা উঠলে মুখ খোলেন অভিনেত্রী শুভশ্রী। তিনি বেশ স্পষ্টত জবাব দেন, ‘রুক্মিণী আমার থেকে খুব জুনিয়র। মাত্র কিছু ছবিতে কাজ করেছে। ও নিশ্চয়ই প্রচণ্ড মন দিয়ে কাজটি করেছে। তবে আমার দেখা হয়নি। ও নিশ্চয়ই ভালো করেছে। আমার মনে হয় এখানেই বিনোদিনী বিতর্কের ইতি হওয়া দরকার। কারণ আমি প্রত্যেক অভিনেতার কাজকে সম্মান করি। তাছাড়া ‘লহ গৌরাঙ্গের নাম রে’ কোনভাবেই বিনোদিনীকে নিয়ে ছবি নয়, তার থেকে অনেক বড়।’
View this post on Instagram
এবং তিনি আরও বলেন ২০১৯ সালেই এই চরিত্রের মুখ মোটামুটি ঠিক হয়ে গিয়েছিল। তিনি জানতেন সেটা। যদিও তার মাতৃত্বের কারণে এই চরিত্রে মাঝে অভিনেত্রী প্রিয়াঙ্কাকে বেঁচে নেওয়া হয়েছিল তাকে বাদ দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত তিনিই এই চরিত্রটি করতে চলেছেন। অভিনেত্রী প্রিয়াঙ্কাকে এখানে দেখা যাবেনা। তিনি স্পষ্টত তাই বলেছেন, ‘এখনই এই দুই বিনোদিনীর তুলনা বন্ধ হোক। আমি প্রতিটি শিল্পীকেই সন্মান করি’।