অধ্যাপনার সাথেই করছেন অভিনয়, ব্যক্তিগত জীবন নিয়ে অকপট অনিকেতের ঠাম্মি অভিনেত্রী ‘সুকৃতি’

Sukriti Lahori : অভিনয়কে নেশা আর অধ্যাপনাকে পেশা বানিয়ে জীবনে এগিয়ে চলেছেন তিনি, অকপট অনিকেতের 'ঠাম্মি' অভিনেত্রী সুকৃতি

Saranna

actress sukriti lahori openup about her acting career

টলিপাড়ার (Tollywood) এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা শুধু অভিনয় করেননা অভিনয়ের পাশাপাশি আরও অনেক কাজেই লিপ্ত। কেউ শিক্ষিকা, কেউ লেখিকা এছাড়াও আরও অনেকেই আলাদা করে নিজেদের শখ বা পেশা বজায় রাখার চেষ্টা করেছেন। তবে অভনয়টা তাদের কাছে ভালোলাগার জায়গা। তেমনই বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন, সুকৃতি লাহোরী (Sukriti Lahori)

বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে, জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bheseche) তে ঠাম্মির চরিত্রে। এক সাক্ষাৎকারে নিজের জীবন সাম্প্রতিক অভিনয় প্রসঙ্গে মুখ খুলেছেন। আমরা সবসময় জি বাংলায় ঠাম্মি চরিত্রে কিছু চেনা মানুষকেই দেখতে পাই। কিন্তু এই প্রথম জি বাংলায় অন্য এক অভিনেত্রীকে এইরকম চরিত্রে দেখা গেছে। কাজ করে অভিনেত্রীরও বেশ ভালো লাগছে।

actress sukriti lahori openup about her journey

পুরো টিমের সাথে তার একটা আলাদা বন্ডিং তৈরী হয়েছে। অভিনেত্রীর কথায়, ‘এই চরিত্রটা খুব উপভোগ করি। ব্যক্তিগত ভাবে আমি পজিটিভ থাকতে ভালোবাসি, তাই এই চরিত্রটা আমার সাথে মিলে গেছে’। তাই বলে যে তিনি নেগেটিভ চরিত্র করতে ভালোবাসেন না এমনটা একদমই নয়। এর আগেও তিনি কাজ করেছেন দজ্জাল মামির চরিত্রে। 

আরও পড়ুনঃ নায়িকা হলেও করতেন বাজিমাত, দেখে নিন বাংলা সিরিয়ালের এই ৫ নায়কের মেয়ে রূপী ছবি!

বহুবছর হয়ে গেল,  টেলিভিশন, থিয়েটারে কাজ করেছেন, এর পাশাপাশি  অন্য পেশার সাথেও যুক্ত। তিনি জানান, ‘ আমার পেশা অধ্যাপনা আমি একটি কলেজে পড়ায়। একটি গার্লস কলেজে পড়ায়। আমি খুব ভালোবাসি পড়াতে। অধ্যাপনার জীবনটাও একটা দিগন্ত।  প্রত্যেকদিন অনেক অভিজ্ঞতা হয়। পড়ানোর জন্য আমি প্রচুর সম্মানও পায়।’ বহুরূপী নাটক থেকে শুরু হয়েছিল অভিনয় যাত্রা।

কিন্তু তা সত্ত্বেও টেলিভিশন তাঁকে আকর্ষিত করে, হাতছানি দেয়। এখানে কাজ করতে গিয়ে অনেক কিছু শেখেন। তাঁর কথায়, ‘টেলিভিশন আমার কাছে স্কুলের মতো। এখান থেকে অনেক কিছু শিখি। ছোটদের থেকে অনেক কিছু শেখা যায়’। তিনি জানান, পরিবার খুব সাপোর্ট করেন, সংসারের দিকটা অতটা ভাবতে হয়না। গবেষণাও করেছেন মেয়েদের থিয়েটার নিয়ে। তাই এক সূত্রে সবটাই গাঁথা। তাই সবটা একসাথে করতে পারছেন। যতদিন এনার্জি থাকবে ততদিন কাজ করবেন আনন্দ সহকারে।

× close ad