রাধিকার ‘শঙ্খ স্যার’ ফিরতেই গল্পে আবার নতুন নায়িকা! TRP ফেরাতে নতুন মোড় ‘এক্কা দোক্কা’য়

বর্তমানে ধারাবাহিকের কাহিনী গুলোতে দেখা যায় প্রথমে যারা নায়ক-নায়িকা থাকে, তারা পরবর্তী সময়ে বদলে যাচ্ছে। প্রধান নায়কের পাশে আসছে অন্য কোনো পার্শ্ব চরিত্রের নায়িকা আবার

Saranna

actress swapnanila chakraborty entry on ekka dokka

বর্তমানে ধারাবাহিকের কাহিনী গুলোতে দেখা যায় প্রথমে যারা নায়ক-নায়িকা থাকে, তারা পরবর্তী সময়ে বদলে যাচ্ছে। প্রধান নায়কের পাশে আসছে অন্য কোনো পার্শ্ব চরিত্রের নায়িকা আবার প্রধান নায়িকার জীবনে আসছে পার্শ্ব চরিত্রের নায়ক। এই ঘটনার দৃষ্টান্ত বাংলা ধারাবাহিকে অনেক লক্ষ্য করা যায়।

স্টার জলসার (Star Jalsha) অন্যতম একটি ধারাবাহিক ‘আলতা ফড়িং’-এ এরকম ঘটনা লক্ষ্য করা যায়। ধারাবাহিকের প্রধান নায়ক হয়ে গেল খলনায়ক, আর নায়িকার জীবনে এল পার্শ্ব চরিত্র। সে হয়ে গেল প্রধান নায়ক। সম্প্রতি এরকমই ঘটনার দেখা মিলল স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘এক্কাদোক্কা’ (Ekka Dokka) তে। যারা ধারাবাহিক দেখেন তারা জানেন, রাধিকা -পোখরাজের জুটির মাঝে এসেছে অন্য এক জুটি।

actress swapnanila chakraborty coming on ekka dokka serial

ধারাবাহিকের নির্মাতা দর্শকদের সামনে নিয়ে এসেছে মোহর-শঙ্খ জুটি। এই জুটির ভিড়ে হারিয়ে গেছে রাধিকা -পোখরাজের জুটি। অর্থাৎ রাধিকার জীবনে পোখরাজের বদলে এসেছে ‘মোহর’ খ্যাত অভিনেতা প্রতীক সেন অর্থাৎ ডঃ অনির্বাণ গুহ। আর এতেই ক্ষেপে গেছেন দর্শকরা। অনেকেই চেয়েছিলেন পোখরাজের জীবনে অন্য কাউকে আনা হোক। তবেই শিক্ষা হবে রাধিকার।

আর তাই দর্শকদের ইচ্ছা পূরণ করতে লেখিকা গল্পের মোড় ঘুরিয়ে দিলেন। শোনা যাচ্ছে, পোখরাজের জীবনে আসতে চলেছে নতুন নায়িকা। সান বাংলার ‘কন্যাদান’ খ্যাত অভিনেত্রী স্বপ্ননীলা চক্রবর্তী। তবে এই খবর কতটা সত্য তা এখনও জানা যায়নি । এই অভিনেত্রী কি জন্য এই ধারাাবাহিকে আসছে এখন এটাই দেখার বিষয়।

actress swapnanila chakraborty entry on ekka dokka serial

উল্লেখ্য, অনেকেই ক্ষুব্ধ ধারাবাহিকে অন্য নায়ক আসায়। এক অনুরাগী তাই আবেগঘন হয়ে লিখেছেন, ‘রাধিকা মজুমদার আর পোখরাজ সেন, রাধিরাজ হয়ে দর্শক দের মনে একবার যে জায়গা করে নিয়েছে, তাদের কি আর চাইলেই দর্শক দের মন থেকে মুছে ফেলা যায়? যারা মন থেকে ভালোবেসেছে এই জুটিটাকে, তারাই একমাত্র অনুভব করতে পারবে ওদের শূন্যতাটা। গল্পটা শুরু থেকে ওদেরই ছিল আর শেষ অবধি ওদেরই থাকবে।’

Related Post