‘আপাতত দু-মাস কাজ নয়, বিরতি চাই’! ধারাবাহিকে নতুন জুটি বাঁধার খবরে কি বললেন হানি বাফনা

বিগত কিছুদিন যাবৎ টলিপাড়ায় এক খবর চারদিকে ছড়িয়ে পড়েছে আর তা হল ষ্টার জলসার পর্দায় নতুন জুটি আসছে। আর সেই জুটি হলেন গ্রামের রানী বীণাপাণির

Desk

actress tiyasha roy and actor honey bafna do not pair in any serial

বিগত কিছুদিন যাবৎ টলিপাড়ায় এক খবর চারদিকে ছড়িয়ে পড়েছে আর তা হল ষ্টার জলসার পর্দায় নতুন জুটি আসছে। আর সেই জুটি হলেন গ্রামের রানী বীণাপাণির অভিনেতা শতদ্রু অর্থাৎ হানি বাফনা (Honey Bafna) এবং জী বাংলার কৃষ্ণকলি ধারাবাহিক খ্যাত অভিনেত্রী শ্যামা অর্থাৎ তিয়াসা রায় (Tiyasa Roy)। এই খবর ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে চারিদিকে।

আসলে বিগত কয়েকদিন যাবৎ ষ্টার জলসার পর্দায় অনেক নতুন জুটিকে নতুন ধারাবাহিক নিয়ে আসতে দেখা যেতে চলছে। নতুন নতুন জুটির ভিড়ে তাই অভিনেতা হানি বাফনা (Honey Bafna) ও অভিনেত্রী তিয়াসা রায়ের (Tiyasa Roy) জুটি বাঁধার খবরও তাদের অনুরাগীরা সত্যিই ধরে নিয়েছিলেন। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারের অভিনেতা ও অভিনেত্রী দুইজনেই জানান এই খবর সম্পূর্ণ ভুঁয়ো।

 

View this post on Instagram

 

A post shared by Tiyasha Lepcha (@tiyasharoyofficial)

অভিনেতা জানান, তিনি শুধুমাত্র ধারাবাহিকেই অভিনয় করতে চাননা। তিনি চান আরও ভিন্ন চরিত্রে অন্য প্লাটফর্মেও অভিনয় করতে। আপাতত গ্রামের রানী বীণাপানি শেষ হওয়ার পর তিনি বিরতি নিয়েছেন ধারাবাহিক থেকে। এক্ষুনি তিনি নতুন করে কোনো কাজ করছেননা। বা করার কথা ভাবেননি।

 

View this post on Instagram

 

A post shared by Honey Bafna (@honeybafna25)

অন্যদিকে, অভিনেত্রী তিয়াসাও জানিয়েছেন। তার ও অভিনেতা হানির জুটি বাঁধার গল্প সম্পূর্ণ ভুল। তারা এখনও একসাথে কিছু করার কথা ভাবেননি। ‘এটা সম্পূর্ণ ভুল খবর রটেছে’। তিয়াসা এখনও পর্যন্ত শেষ ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে অভিনয় করেছেন। কৃষ্ণকলির শ্যামা এখনও সকলের স্মৃতিতে বেশ স্পষ্ট। অভিনেত্রীকে তারপর আর ধারাবাহিকের পর্দায় দেখা যায়নি।

এই ছড়িয়ে পড়া খবর গুজব হওয়ায় তাদের অনুরাগীরা একটু আশাহত হয়েছেন। তবে তারা ভীষণ ভাবে চান তাদের প্রিয় তারকাকে আবারও পর্দায় নতুন কোনো চরিত্রে ফিরে পেতে। একসাথে জুটি বাঁধলেও মন্দ হয়না। তবে দর্শক অধীর অপেক্ষায় আছেন পর্দায় আবারও তাদের দেখার জন্য। যদিও হয়তো খুব শীঘ্রই ষ্টার জলসার হাত ধরে অভিনেত্রী তিয়াসা পর্দায় ফিরতে চলেছেন।

× close ad