তিন ঘন্টায় ‘রামায়ণ’! ৫০০ কোটির ‘Adipurush’ এর জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক প্রভাসের, জানুন কে পেল কত

এখন সিনেমা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে উল্লেখযোগ্য ইন্ডাস্ট্রি হল দক্ষিণী ইন্ডাস্ট্রি। একসময় সিনেমা ইন্ডাস্ট্রিতে বলি ইন্ডাস্ট্রি রাজত্ব করেছে, কিন্তু বর্তমানে দক্ষিণীর রমরমা বাজার। পুষ্পা সিনেমা মুক্তির পর

Saranna

adipurush star cast fess are so high

এখন সিনেমা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে উল্লেখযোগ্য ইন্ডাস্ট্রি হল দক্ষিণী ইন্ডাস্ট্রি। একসময় সিনেমা ইন্ডাস্ট্রিতে বলি ইন্ডাস্ট্রি রাজত্ব করেছে, কিন্তু বর্তমানে দক্ষিণীর রমরমা বাজার। পুষ্পা সিনেমা মুক্তির পর থেকেই সবাই চাতকের মত তাকিয়ে থেকেছেন, এরপর কোন সিনেমা আসছে। চাতকদের তৃষ্ণা মিটিয়েছে সাউথ, নিয়ে এসেছেন একের পর এক হিট ছবি। যার মধ্যে উল্লেখযোগ্য, আরআরআর, কেজিএফ চ্যাপটার ২ সহ আরও অনেক ছবি।

এইসব ছবির রাজত্বের পর আরও একটি ছবির টিজার প্রকাশ্যে আসায় দর্শকদের উন্মাদনার শেষ নেই। কোন ছবির কথা বলছি বুঝতেই পারছেন। ওম রাউত (Om Raut) পরিচালিত, প্রভাস (Prabhas) অভিনীত ‘আদিপুরুষ’ (Adipurush) ছবির কথায় বলছি। এই ছবির কাহিনী ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ কে কেন্দ্র করে। আর তাই রামের জন্মভূমি অযোধ্যাতে ২ অক্টোবর ছবির টিজার মুক্তি পায়।

adipurush star cast

অযোধ্যার রাজা রাম তাঁর স্ত্রী সীতাকে পুনরূদ্ধার করার জন্য যেভাবে হনুমানের সেনাবাহিনীর সহায়তা নিয়েছিল, এবং যেভাবে সীতাকে উদ্ধার করেছিলেন সেই কাহিনীর দেখা মিলবে এই ছবিতে। টিজার মুক্তির পরেই একাধিক কটাক্ষের সম্মুখীন হয়েছে এই ছবি। রাম, হনুমান, রাবণ সহ ছবির প্রতিটি চরিত্রই কটাক্ষের শিকার হয়েছে। কেউ বলছেন, এই ছবির চরিত্র ভারতীয় পৌরাণিক চরিত্র না হয়ে, মুঘল আমলের চরিত্র হয়ে গিয়েছে।

৫০০ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি মুক্তি পাওয়ার পরেই বোঝা যাবে, কতটা সার্থক। ২০২৩ সালের ১২ জানুয়ারি হিন্দি, তেলেগু, তামিল, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে। দেখে নেওয়া যাক, এই ছবিতে অভিনয় করার জন্য কে কতটা পারিশ্রমিক নিচ্ছেন।

adipurush star cast prabash

প্রভাস (Prabhas) : সাউথ ইন্ডাস্ট্রির সুপারস্টার প্রভাস। যে ছবিতে তিনি অভিনয় করবেন, সেই ছবিই হয়ে যায় সুপারহিট। এই ছবিতে তিনি অভিনয় করছেন রামের ভূমিকায়। ছবির জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন, ১২০ কোটি টাকা।

adipurush star cast saif ali khan

সইফ আলি খান (Saif Ali Khan) : বলিউডের ব্যস্ততম অভিনেতা সইফ আলি খান। যিনি এই ছবিতে দুষ্ট রাবণের ভূমিকায় অভিনয় করছেন। এই ছবির জন্য পারিশ্রমিক নিচ্ছেন ১২ কোটি টাকা।

আরও পড়ুনঃ ‘আদিপুরুষ’র রাবণ হয়ে খ্যান্ত নয়! ‘মহাভারত’ এ কাজ করতে চাই, শখ প্রকাশ সইফ আলী খানের

adipurush star cast kriti sanon

কৃতি শ্যানন (Kriti Sanon) : প্রভাসের বিপরীতে সীতার ভূমিকায় দেখা যাবে কৃতিকে। এই ছবিতে অভিনয় করার জন্য পারিশ্রমিক নিচ্ছেন ৩ কোটি টাকা।

adipurush

সানি সিং (Sunny Singh) : আদিপুরুষ ছবিতে রামের ভাই লক্ষণের ভূমিকায় অভিনয় করছেন সানি। এই ছবিতে অভিনয় করার জন্য তাঁর পারিশ্রমিক ১.৫ কোটি টাকা।

Related Post