টলিউড ইন্ডাস্ট্রিতে অনেক অভিনেতা অভিনেত্রী আসে-যায়, কেউ রাখেনা খোঁজ। এই রীতি টা যেন বরাবরই চলে আসছে। নতুনদের ভিড়ে পুরানোরা যেন অন্তপুরবাসিনী হয়ে যাচ্ছে। যখন নতুন কেউ ইন্ডাস্ট্রিতে আসে, তখন তাঁর চাহিদা ভরপুর থাকে। কিন্তু সেই মানুষটাই যখন সকলের চেনা হয়ে যায়, সবার পরিচিত মুখ হয়ে যায়, তখন সেই মানুষটাই হয়ে যায় অন্তপুরবাসিনী।
টলিউডের বড় পর্দা থেকে ছোটো পর্দা সবেতেই এই ধারা চলে আসছে। তার জলজ্যান্ত উদাহরণ হিসাবে অনেককেই আমরা জানি। এই ধারার জন্যই তো অভিনেতা-অভিনেত্রীদের আত্মহত্যার হার ক্রমশ বাড়ছে। একে একে কাজের অভাবে অনেকেই জীবন শেষ করেছে, তবে যাদের মনোবল কঠোর, তারাই একমাত্র এখনও ভেঙে গুড়ো হয়ে যায়নি। সেইরকমই এক অভিনেত্রী হলেন, রিয়া গাঙ্গুলী (Riya Ganguly)।
চেনেন এই রিয়া গাঙ্গুলীকে? ঠোঁটের উপরে তিল, মোহময়ী চোখ। দেখতে সুন্দরী হলেও তাঁকে দেখে মনেই হয় যেন সার্থক নেগেটিভ চরিত্রের জন্যই তাঁর জন্ম। তাঁকে আঁচল, গোয়ন্দা গিন্নি, সিঁদুরখেলা, কিরণমালা, বধূবরণ, মহানায়ক, জয়কালী কলকাত্তাওয়ালি, টেক্কা রাজা বাদশাহ, এসো মা লক্ষ্মী প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে। এমনকি কাজ করেছেন ওয়েব সিরিজেও।
‘হইচই’ তে ‘মহাভারত মার্ডারস’ ওয়েব সিরিজে। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় তিনি প্রতিবাদে গর্জে উঠেছিলেন । অন্যায় ভাবে তাঁর থেকে কাজ কেড়ে নেওয়া হয়েছে, নতুনদের ভিড়ে তিনি হারিয়ে গেছেন। এক সহকর্মীর চক্রান্তে তিনি ইন্ডাস্ট্রি থেকে বিচ্ছিন্ন। হাতে তাঁর কাজ নেই। এই ঘটনায় সে মন থেকে অনেকটাই ভেঙে পড়েছেন। ১২ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কিন্তু তাঁর খবর কেউ রাখেনা, এখন নতুনদের নিয়ে মাতামাতি হচ্ছে।
View this post on Instagram
এই ক্ষোভে ফেটে পড়েছিলেন তিনি। তবে সেই সহকর্মীকে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, আবারও ফিরবেন টেলিভিশনের পর্দায়। তাঁর সাথে দেখা হবে লড়াইয়ের মঞ্চে। আর সেই লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন অভিনেত্রী রিয়া গাঙ্গুলী। শোনা যাচ্ছে, তাঁকে দেখা যাবে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘লালকুঠি’ তে। কোন চরিত্রে দেখা যাবে তা এখনও জানা যায়নি। হতে পারে নেগেটিভ কোনো চরিত্রে। কিংবা রহস্যময়ী কোনো বিশেষ চরিত্রে যা হবে একটু ভিন্ন।
View this post on Instagram
অভিনেত্রী জানিয়েছেন, ‘আমাকে দেখে সবাই ভাবে আমার মুখে পজিটিভিটিটা আসেনা, আমি নেগেটিভেই সফল। তাই আমার কাছে নেগেটিভেরই সুযোগ আসে। কিন্তু আমারও ইচ্ছে করে পাগলের চরিত্রে অভিনয় করতে, কিংবা সাদামাটা সাধারণ গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করতে’।