বাংলা ধারাবাহিকের কাহিনী, চরিত্র যতই ভালো হোক না কেন সবশেষে একজনই কথা বলবে তা হল টিআরপি (TRP)। তাই এই টিআরপির লড়াইয়ে মেতে ওঠে বাংলার ধারাবাহিক চ্যানেল গুলো। টিআরপি বাড়াতে গিয়ে ধারাবাহিক এতটাই গল্পে গরু গাছে ওঠার মত হয়ে যায় যে, টিআরপি বাড়ার বদলে কমতে থাকে টিআরপি। আবার কখনও অভিযোগ ওঠে যে ধারাবাহিকের টিআরপি বেশি, সেই ধারাবাহিকের কাহিনী চুরি করা।
টিআরপির (TRP) একটি নির্দিষ্ট দিন আছে, সেটা হল বৃহস্পতিবার। এই দিনেই প্রকাশিত হয় ধারাবাহিকের টিআরপি। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে, কে এগিয়ে থাকবে সেটা দেখার জন্য। গত সপ্তাহের যদি রিপোর্ট দেখা যায়, তাহলে দেখা যাবে, সবাইকে ফেলে এগিয়ে ছিল মিঠাই। এবারের তালিকাতেও ছিল মিঠাই ম্যাজিক। গুলি লাগাই যেন মিঠাইয়ের ইউএসপি এখন। মিঠাই সবার উপরে প্রথম স্থানে।
মিঠাইতে গুলি লাগার প্রোমো পেতেই মিঠাই অনুরাগীরা ফিরে এসেছেন প্রিয় ধারাবাহিকটির চিন্তায়। কিছুদিন যাবৎ আগ্রহ কিছুটা হারিয়ে যেতে বসেছিল। সিরিয়ালের সেই একটা প্রোমোই যথেষ্ট ছিল আবার সকলকে আকর্ষণ করার জন্য। মিঠাইয়ের কি হবে? সে বাঁচবে নাকি তার মৃত্য়ু দেখিয়ে সিরিয়াল বন্ধ করা হবে? এমন অনেক প্রশ্ন ঘিরে ধরেছিলো অনুরাগীদের। আর তাই ধারাবাহিককে বাঁচিয়ে রাখতে আবারও সকলে মিঠাইয়ের প্রতি মনোযোগী হন। আর সেই ফলাফলই দেখা যায় টিআরপি তালিকায়।
প্রথম স্থানে মিঠাইয়ের পরেই দ্বিতীয়তে রয়েছে লক্ষী কাকিমা সুপারস্টার (Lokkhi Kakima Superstar) আর তৃতীয়তে আলতা ফড়িং (Aalta Phoring)। একটা সময় মিঠাই ধারাবাহিকের টিআরপি কমতে শুরু করেছিল, তাকে প্রথম তিনে খুঁজে পাওয়া যায়নি। দর্শকদের অভিযোগ উঠেছিল বিস্তর, ধারাবাহিকের প্রোমো দেখানো হয় না বলেই কমতে থাকে টিআরপি। আবার এও অভিযোগ ওঠে মিঠাই এর মুখ্য চরিত্রকে ধারাবাহিকে প্রাধান্য দেওয়া হয়নি।
কিন্তু এখন ৫৩ সপ্তাহ ধরে মিঠাই সেরার সেরা। মিঠাই ম্যাজিক কাজ করেছে টিআরপির ক্ষেত্রে। গুলি খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মিঠাই। তারপরে গুঞ্জন আসে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার। দর্শকরা অধীর আগ্রহী ছিল গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটে, এছাড়াও শোনা যায় কয়েক বছর এগিয়ে যাবে ধারাবাহিকের কাহিনী। তবে এখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মিঠাই। আর টিআরপির তালিকাতেও নিজের জায়গা পোক্ত করে তুলছে।
সবথেকে নাম্বার কমেছে ধুলোকণা (Dhulokona) ধারাবাহিকের। সে পৌঁছে গেছে ৬ নম্বরে। খুব খারাপ ফল তাঁর। ফুলঝুড়ির বিয়ে মিটতেই ধারাবাহিকের টিআরপি যেন অন্য কথা বলছে। বিয়ের পর আর সেভাবে ম্যাজিক ছড়াতে পারছেনা লালন ফুলঝুরির জুটি। লালন ফুলঝুরির বিয়ের প্রতীক্ষায় দর্শক অনেক সগ্রহ নিয়ে বসে ছিলেন। লেখিকা তাদের হতাশ করেননি। কিন্তু বিয়ের পরই আর যেন সেই জুটির ম্যাজিক দেখা যাচ্ছে না পর্দায়। তাই দর্শকেরও আগ্রহ কমতে শুরু করেছে।