২০২০ সাল প্রত্যেক মানুষের জীবনের দূর্বিসহ সময়। প্রতিটি মানুষ বিষণ্ণতায় কাটিয়েছে ২০২০ আর ২০২১ সাল। বর্তমানে এখন ২০২২। এখন কিছুটা হলেও কমেছে করোনার দাপট। একটু স্বস্তিতে রয়েছে মানুষ। তাই এবছর দূর্গাপূজাও বেশ ঘটা করে হয়েছে, মানুষও বেরিয়েছে সানন্দে । কারণ দুটো বছর অনেকেই ভালো করে দূর্গাপূজা দেখতে পাননি, তাই এবছর বেশ ভালোই কাটিয়েছে।
দূর্গাপূজার পর রয়েছে লক্ষী পূজা। অনেকেই করোনা পরিস্থিতিতে ভালো করে পূজা করতে পারেননি, তাই এবছর সবার বাড়ি ঘটা করেই অনুষ্ঠিত হবে। এই সবার মধ্যে পড়ছেন স্বয়ং অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। তাঁর বাড়ির লক্ষী পূজা বেশ বিখ্যাত। বেশ আড়ম্বরপূর্ণ ভাবে লক্ষীর আরাধনা করেন। এই দিনটাতে চেষ্টা করেন সব আয়োজন নিজের হাতে সামলাতে।
তবে ২০২০ সালে আড়ম্বরহীন ভাবে হয়েছিল লক্ষী পূজা। কারণ তিনি ছিলেন কোভিড আক্রান্ত। আবার ২০২১ এ তাঁর শ্বশুরমশাইকে হারিয়েছিলেন, তাই সে বছরও ভালো করে করতে পারেননি। কিন্তু এবছর পরিস্থিতি অনুকূল। তাই আশা করায় যায়, এ বছর বেশ জাকজমক ভাবেই হবে লক্ষী পূজা।
অভিনেত্রী বলেন, ‘২০২০ তে আমার করোনা হয়েছিল, গতবছর শ্বশুরমশাই মারা গিয়েছিলেন, তাই দুবছর পুরোহিত দিয়ে পূজো করানো সম্ভব হয়নি, ঘরোয়া ভাবেই পূজা হয়েছিল। এবারে পুরোহিত আসবেন। যেমন ভাবে পূজা হত তেমনভাবেই হবে। আজ সাজিয়ে রাখব, কাল পূজা হবে।
View this post on Instagram
ভোগের ব্যবস্থাও রয়েছে, খিচুড়ি, লাবড়া, আলুর দম, পায়েস আরও যা হয়। তবে এবছর আমি সময় পায়নি একদম, সব শাশুড়ি মা করবেন, লক্ষী পূজায় কাউকে নিমন্ত্রণ করিনা, যারা প্রতি বছর আসেন তারাই আসবেন’।
উল্লেখ্য, অভিনেত্রী এবছর বেশ সুন্দর করে দূর্গাপূজা কাটিয়েছেন। তাঁর ঝলক দেখা গিয়েছে বিজয়া দশমীতে। লাল শাড়ি, সুন্দর গয়নাতে পাড়ার পূজো প্যান্ডেলে, বেশ আনন্দ করেছেন। দেখে মনেই হয়নি যে তিনি একজন অভিনেত্রী। একেবারে মিশে গিয়েছিলেন সকলের সাথে।