ফেব্রুয়ারি মাস মানেই প্রেমের মাস। এই বছরে এই মাসে একই দিনে পড়েছে বাঙালীর ভ্যালেন্টাইন ডে অর্থাৎ সরস্বতী পূজা। আর ইংরেজির ভ্যালেন্টাইনস ডে। সবমিলিয়ে ১৪ ই ফেব্রুয়ারি একেবারে জমজমাট। এই জমজমাট দিনে মেতে উঠবেন সকল প্রেমিক প্রেমিকা। বর্তমানে টলিপাড়ার চর্চিত জুটি হলেন অহনা দত্ত (Ahana Dutta) আর দীপঙ্কর রায় (Dipankar Ray)।
টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। বর্তমানে তিনি অভিনয় করছেন স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chowa)তে। এই ধারাবাহিকের দৌলতে সকলের কাছে তিনি পরিচিত মিশকা নামে। ‘মিশকা’ নামের আগে বসে জাঁদরেল সুন্দরী খলনায়িকা। পর্দায় দেখা যায়, সূর্যর পিছনে ঘুরেই যাচ্ছে কিন্তু সূর্য পাত্তা দেয়না। এই নিয়ে তাঁর মনে প্রচন্ড অশান্তি। আর তার জেরে কুকর্ম করতে থাকেন। যার জন্য শাস্তিও পেতে হয়।
View this post on Instagram
তবে বাস্তবে কিন্তু এমনটা নয়, বাস্তবে তিনি পেয়ে গেছেন নিজের পছন্দের মানুষকে। মা মেনে না নিলেও তিনি এগিয়ে গেছেন নিজের লক্ষ্যে। একটু তো মনখারাপ আছেই। নিজের পছন্দের মানুষকে যদি পরিবার না মেনে নেয়, একটা তো খারাপ লাগা কাজ করেই। ভালো খারাপ মিশিয়ে তো জীবন। তাই অতীত ভুলে, নিজের প্রেম নিয়ে খোলামেলা আড্ডা দিলেন। কীভাবে তাদের প্রেমের শুরুটা হয়েছিল? তারা একে অপরকে প্রোপোজাল দিয়েছিল।
আরও পড়ুনঃ প্রেমদিবসে সৃজনের ইশাকে উপহার! মাথার তার কাটতেই মোক্ষম টাইট দিল পর্ণা, রইল ধামাকা প্রোমো
ঘুরিয়ে পেঁচিয়ে নয়, সোজাসাপ্টা ভাবেই প্রস্তাব দিয়েছিলেন। তবে কবে থেকে ভালোলাগা শুরু হয়েছিল সেটা মনে নেই। অভিনেত্রীর কথায়, ‘আসতে হয় তো এসো, আর নাহলে যেতে চাইলে আমি আটকাব না। এই মনোভাব নিয়েই কথা বলা উচিত। আমাদের মধ্যে কোনো ন্যাকামি ছিল না। আমি তোমায় ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো। সম্পর্কে থাকতে চাই, এইভাবেই শুরু সহজ সরল প্রেমের প্রোপোজাল।‘
কী দেখে একে অপরের মধ্যে ভালোলাগা শুরু হয়েছিল? অভিনেত্রীর কথায়, ‘মানুষ হিসেবে সবসময় আমার ওকে ভালোলাগত। ও খুব মজার এবং আকর্ষণীয়। তাই দীপঙ্করকে ভালো লেগেছিল। একটা মানুষকে দেখেই বুঝতে পারি সে কেমন। আমাদের মধ্যে সিচুয়েনশিপ ছিল না। একজনকে ভালো লাগে তাও অন্যজনের সাথে ফ্লার্ট করিনি। আমাদের সহজ সরল প্রেমের গল্প।’