‘সব আরও কঠিন হয়ে উঠছে………’, রাখির দিনে ঐন্দ্রিলাকে স্মরণ করে আবেগঘন দিদি ঐশ্বর্য!

মাত্র ২৪ বছর বয়সে হাজার হাজার মানুষের চোখের মণি হয়ে উঠেছিল। তাঁর শেষ লড়াইয়ে সামিল হয়েছিলেন হাজারও মানুষ। সকলেই তাঁর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়েছিলেন।

Saranna

aindrila sharma's sister aisharya broke down to rememeber her in rakhi shear a video

মাত্র ২৪ বছর বয়সে হাজার হাজার মানুষের চোখের মণি হয়ে উঠেছিল। তাঁর শেষ লড়াইয়ে সামিল হয়েছিলেন হাজারও মানুষ। সকলেই তাঁর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা আর হল না। ২০২২ সালের ২০ নভেম্বর সকলকে ছেড়ে চলে গেছেন জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। বাবা-মা হারালেন মেয়েকে, দিদি হারালেন তাঁর বোনকে। চলে গিয়েও তিনি রয়ে গেছেন স্মৃতির পাতায়।

তাঁর পরিবার প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি বিশেষ দিনে তাঁকে মনে করেন। আজ এই রাখী বন্ধনের দিন দিদি ঐশ্বর্য শর্মা বোন ঐন্দ্রিলাকে নিয়ে আবেগে ভাসলেন। প্রায় ৯ মাস হয়ে গেল ঐন্দ্রিলা নেই তাঁর পরিবারের সাথে। বিশেষ দিন গুলোতে ঐন্দ্রিলাকে ছাড়া তাঁর পরিবার বড়োই একা। তাই তো দিদি ঐশ্বর্য রাখী বন্ধনের দিন বোনের স্মৃতিতে আবেগঘন হয়ে একটি ভিডিয়ো পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়, ক্যাপশনে লিখলেন, ‘যত দিন যাচ্ছে আমার জন্য প্রতিটা দিন খুব কঠিন হয়ে যাচ্ছে।’

aisharya sharma broke down to rememeber aindrila and shear a video of her occasion of rakhi

এই ভিডিওতেই ফুটে উঠেছে ঐন্দ্রিলাকে ছাড়া সবাই কতটা অসহায়। ভিডিওতে দেখা যাচ্ছে, কোনো একটা রিসর্টের বারান্দায় লাল পোশাক পড়ে চেয়ারে বসে রয়েছেন ঐন্দ্রিলা। চারিদিকে বৃষ্টি হচ্ছে। তারপর দেখা যাচ্ছে সাদা টিশার্ট আর শর্ট ডেনিম পড়ে হেঁটে বেড়াচ্ছেন, মুখে রয়েছে সেই মিষ্টি হাসি। আসলে সবসময় দুই বোন একসাথে থাকতেন। হাসি মজাতে কেটে যেত দিনগুলো।

গত বছরের রাখী একসাথে কাটিয়েছেন, এবারের টা বোনকে ছাড়া। বড্ড বেশিই মিস করছেন। ঐশ্বর্য শর্মা পেশায় চিকিৎসক, এখন বাঙ্গুর হাসপাতালে কাজ করছেন। ঐন্দ্রিলার মা শিখা শর্মাও জানিয়েছেন, মেয়েকে ছাড়া একদম থাকতে পারছেন না। ঐন্দ্রীলার মাও ক্যান্সার আক্রান্ত, তাঁরও চিকিৎসা চলছে। সম্প্রতি অভিনেত্রী পেয়েছেন টেলি আকাদেমির মঞ্চে মরণোত্তর সম্মান।

আরও পড়ুনঃ মৃত্যুর পর সক্রিয় হয়ে উঠল ঐন্দ্রিলা শর্মার ইউটিউব চ্যানেল! আবেগে ভাসলেন অনুরাগীরা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত অভিনেত্রীর মা-বাবা ও দিদি। অনুষ্ঠান শেষে কান্নায় ভেঙে পড়লেন মা শিখা শর্মা। তিনি জানান, ‘পুরষ্কার নিয়ে একটুকুও ভালো লাগেনি। আমার মেয়ে কি এই বয়সে মরণোত্তর সম্মান পাওয়ার উপযুক্ত? যে সম্মান ওর ছেলে মেয়ের নিতে যাওয়ার কথা সেখানে আমাদেরকে নিতে হচ্ছে। খুব কষ্ট হচ্ছে, এই কষ্টটা কি করে বোঝাব’।

× close ad