একাদশ শ্রেণীতে ক্যান্সার, সুস্থ হতেই ব্রেন স্ট্রোক, হাসপাতালে চিকিৎসাধীন অভিনেত্রী ঐন্দ্রিলা

ক্যান্সারজয়ী বাঙালি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) মঙ্গলবার রাত থেকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। হঠাৎই অভিনেত্রীর ব্রেইন স্ট্রোক হয়, এখনও পর্যন্ত ভেন্টিলেশনেই রয়েছেন।

Saranna

aindrila was admitted to the hospital after suffering from a brain stroke

ক্যান্সারজয়ী বাঙালি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) মঙ্গলবার রাত থেকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। হঠাৎই অভিনেত্রীর ব্রেইন স্ট্রোক হয়, এখনও পর্যন্ত ভেন্টিলেশনেই রয়েছেন। চিকিৎসকেরা অপারেশন করেন, কিন্তু তাও অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁকে সুস্থ করার। ক্যান্সারের পর ফের এক নতুন যুদ্ধের সম্মুখীন তিনি।

বহরমপুরের মেয়ে ঐন্দ্রিলা। ২০১৫ সালের ৫ই ফেব্রুয়ারি জন্মদিনের দিন জানতে পারেন এই রোগের কথা। তখন তিনি একাদশ শ্রেণীতে পড়েন। তখনও শুরু হয়নি অভিনয় যাত্রা। দিল্লিতে চিকিৎসা শুরু হয়,টানা দেড় বছর চিকিৎসা চলার পর ২০১৬ সালে সুস্থ হন। সুস্থ হওয়ার পর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। কিন্তু শারীরিক কারণে পড়াশোনা শেষ করতে পারেননি।

aindrila sharma

এরপর শুরু হয় অভিনয় যাত্রা। ২০১৭ সালে ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে পা রাখেন। তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন সব্যসাচী।এখান থেকেই শুরু হয়, সব্যসাচীর সাথে বন্ধুত্ব। এই বন্ধুত্ব থেকে শুরু হয় প্রেম। এই ধারাবাহিক শেষ হওয়ার পর ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে অভিনয় করেন। পাঁচ বছর সব ঠিকঠাক চলে। সম্পূর্ণ সুস্থ ছিলেন তিনি । কিন্তু হঠাৎই আবার ছন্দপতন।

২০২১-এর ফেব্রুয়ারি হঠাৎই তিনি ডান কাঁধে ব্যথা অনুভব করেন। চিকিৎসকরা দেখেন, ডান ফুসফুসে ১৯ সেন্টিমিটারের একটি টিউমার রয়েছে। আবার দেন কেমো। তবুও হাসি মুখে লড়াই চালিয়ে গেছেন, পাশে পেয়েছিলেন, কাছের বন্ধুর ও ছায়াসঙ্গী, সব্যসাচী চৌধুরীকে। সুস্থ হয়ে আবার ফিরেছিলেন ফ্লোরে। অনুগামী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির বহু তারকা অনেকটা স্বস্তি পেয়েছিলেন।

actress aindrila sharma

ক্যানসার থেকে সেরে ওঠার পর জি বাংলা অরিজিনাল ছবি ‘ভোলে বাবা পার করেগা’-তে অনির্বাণ চক্রবর্তীর মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। তাঁকে দেখে সবাই জোশ পেয়েছিল, অনুপ্রাণিত হয়েছিল সকলেই। সমপ্রতি ‘ভাগাড়’ ওয়েবসিরিজেও গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন। কিন্তু আবারও স্তব্ধ হল তাঁর ফিরে আসার প্রাণোচ্ছল উচ্ছাস। তবে আশাবাদী সকলেই, আবারও যুদ্ধ জয় করে ফিরে আসবেন।

সম্প্রতি, অভিনেত্রীর মা এক জনপ্রিয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন। অভিনেত্রীর চিকিৎসকরা জানিয়েছেন তিনি চোখ মেলেছিলেন ২৪ ঘন্টার মধ্যেই। হাতও নাড়িয়েছেন। তবে আর বেশি কিছু জানা যায়নি। একজন পরম বন্ধু তথা প্রেমিক হিসাবে অভিনেতা সব্যসাচীও একভাবে হাসপাতালে আছেন অভিনেত্রীর পাশে। একজন মা হিসাবে তিনি খুব ভেঙে পড়েছেন। তবে সকলে বেশ আশাবাদী হয়ে আছেন অভিনেত্রী আবারও সুস্থ হয়ে ফিরে আসবেন।

× close ad