আবহাওয়ার খবর : রেহাই নেই তীব্র গরম থেকে! কতটা বাড়বে তাপমাত্রা? রইল আজকের আবহাওয়ার পূর্বাভাস

দিনদিন চাঁদি ফাটা গরমে নাজেহাল দশা রাজ্যবাসীর। অক্ষরেখার পরিবর্তনের জেরে বিশাল পরিমানে জলীয় বাস্প ঢুকছে পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগর থেকে। যার জেরে বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে উত্তরবঙ্গে।

Desk

আবহাওয়ার খবর weather update 29th march

দিনদিন চাঁদি ফাটা গরমে নাজেহাল দশা রাজ্যবাসীর। অক্ষরেখার পরিবর্তনের জেরে বিশাল পরিমানে জলীয় বাস্প ঢুকছে পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগর থেকে। যার জেরে বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে উত্তরবঙ্গে। তবে এর সাথে হুড়মুড়িয়ে বেড়েছে বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ার ফলে অস্বস্তি। উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতায় বৃষ্টিতে সম্ভাবনা নেই বললেই চলে। চলুন দেখে নেওয়া যাক আজকের অভহাওয়ার খবর।

আজকের আবহাওয়ার খবর (Weather Update Today)

আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৫° সেলসিয়াস পর্যন্ত যেতে পারে

আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭° সেলসিয়াস

বাতাসে আর্দ্রতা থাকবে ৯২%

বাতাসের গতিবেগ ১৭ কিমি/ ঘন্টা

আজ আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা : ৭৮%

আজকের আবহাওয়া Aajker Abohaowa Weather Update

আজকের আবহাওয়া (Weather Report)

সোমবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে। সাথে বাতাসের আর্দ্রতার পরিমাণও বাড়বে জলীয় বাষ্পের প্রভাবে। বাড়তে থাকা তাপমাত্রা ও আর্দ্রতার জেরে অস্বস্তির পরিমাণ বাড়বে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫° সেলসিয়াস ও ২৭°সেলসিয়াস থাকবে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

অক্ষরেখার পরিবর্তনের জেরে বিশাল পরিমানে জলীয় বাস্প ঢুকছে পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগর থেকে। যার জেরে বৃষ্টির সম্ভাবনা তৈরী হয়েছে উত্তরবঙ্গে। এমনকি দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। আর আগামীকাল অর্থাৎ ৩০শে মার্চ উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস থাকছে।

এবার আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া খবরে। দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য কোনো ভালো খবর দিতে পারেননি আবহাওয়া দফতর।  উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে তীব্র গরম থাকছে। আকাশ পরিষ্কার থাকছে সাথে বাড়ছে গরমের অস্বস্তি। এছাড়াও আগামী ৪-৫ দিন তাপমাত্রা পরিবর্তনের কোনো লক্ষ নেই বললেই চলে।

আগামী কালের আবহাওয়ার খবর

আগামীকালের আবহাওয়ার খবর বলতে গেলে কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৪° সেলসিয়াস ও ২৭° সেলসিয়াস থাকবে। এছাড়াও দক্ষিণবঙ্গের কিছু জেলায় মেঘাছন্ন আকাশ থাকতে পারে।  ইতিমধ্যেই গরম বাড়তে শুরু করেছে আরআগামী বেশ কয়েক দিন এই তাপপ্রবাহ চলবে।

× close ad