মুখ বদলে গেল ফড়িংয়ের! ধারাবাহিকের নতুন প্রোমো সামনে আসতেই হৈচৈ আলতা ফড়িং অনুরাগী মহলে

ষ্টার জলসার ধারাবাহিক ‘আলতা ফড়িং’ (Alta Phoring) বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দর্শক এই ধারাবাহিক পছন্দ করছেন। তার প্রমান অবশ্য টিআরপি তালিকায় আলতা ফড়িংয়ের স্থান।

Desk

alta phoring serial remake coming on star plus promo viral

ষ্টার জলসার ধারাবাহিক ‘আলতা ফড়িং’ (Alta Phoring) বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দর্শক এই ধারাবাহিক পছন্দ করছেন। তার প্রমান অবশ্য টিআরপি তালিকায় আলতা ফড়িংয়ের স্থান। ফড়িংয়ের জিমন্যাস্টিক দর্শকের মন কেড়েছে। সাথে ফড়িং ও তার ব্যাঙ্ক বাবুর সমীকরণও ধীরে ধীরে জমে উঠছে। সব মিলিয়ে আলতা ফড়িং বাকি ধারাবাহিককে টক্কর দিতে কষে কোমর বেঁধেছে।

আলতা ফড়িং (Alta Phoring) ধারাবাহিকের নবাগতা নায়িকা খেয়ালি মন্ডল (Kheyali Mondal) তার অভিনয়ে দর্শকের মন জিতে নিয়েছে। বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা ফড়িং তার মায়ের যোগ্য জায়গা ফিরিয়ে দিতে লড়াইতে নেমেছে। সাথে মায়ের হাত ধরেই সে নিজের স্বপ্নের যুদ্ধে জিততে চায়। তার জিমন্যাস্টিক হওয়ার পথে তার মা সঙ্গী হয়েছেন। তিনি হয়েছেন ফড়িংয়ের জিমন্যাস্ট কোচ।

 

View this post on Instagram

 

A post shared by ???????????????? (@celesti.bairagey)

তবে এখানেও তাদের শত্রুরা তাদের হারাতে উঠে পড়ে লেগেছে। নানান রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে ফড়িং ও তার মায়ের যুদ্ধ চলছে বর্তমানে। সম্প্রতি ধারাবাহিকের একটি প্রোমোও রিলিজ হয়েছে যাতে দেখা যাচ্ছে পৌষালির চক্রান্ত করেছে ফড়িংকে হারাতে কিন্তু সেই চক্রান্তের ফাঁদে পরে যায় ফড়িংয়ের মা। আর তিনি গুরুতর আহত হন। সবকিছু মিলিয়ে যখন ধারাবাহিকে টানটান উত্তেজনা এরই মাঝে খবর পাওয়া গেছে মুখ বদল হচ্ছে ফড়িংয়ের কিন্তু কেন এমন সিদ্ধান্ত ? দর্শক যে খেয়ালীকে ভীষণ ভালোবাসেন।

আরও পড়ুনঃ আশঙ্কাই সত্যি হল! উচ্ছেবাবুকে বাঁচাতে শয়তান ওমির গুলি লাগলো মিঠাইয়ের, ভাইরাল নতুন প্রোমো

আসলে ব্যাপারটা ঠিক সেইরকম নয়। আলতা ফড়িং ধারাবাহিকটির রিমেক আসতে চেলেছে ষ্টার প্লাস চ্যানেলের পর্দায়। সম্প্রতি ষ্টার প্লাস চ্যানেলের তরফে এই আগত নতুন ধারাবাহিকের প্রোমো রিলিজ হয়েছে। আর প্রোমো ডেকেই দর্শক নিশ্চিত হয়েছেন আলতা ফড়িং ধারাবাহিকের রিমেক আসতে চলেছে। তবে এই ধারাবাহিকে আমাদের প্রিয় ফড়িং অর্থাৎ খেয়ালি থাকছেনা। বরং থাকছেন ডুপ্লিকেট আলিয়া ভাট।

 

View this post on Instagram

 

A post shared by ???????????????? (@celesti.bairagey)

হ্যাঁ, হুবহু অভিনেত্রী আলিয়ার মতন দেখতে আসামের অভিনেত্রী সেলেষ্টি বৈরাগী (Celesti Bairagey)। তাকে দর্শক আলিয়া ভাট হিসাবেই চিনেছেন। সেই অভিনেত্রী এবার ছোট পর্দায় রাজ্জোর ভূমিকায় ধরা দিতে চলেছেন। আর ব্যাঙ্ক বাবুর ভূমিকায় দেখা যাবে অভিনেতা রাজবীর সিং (Rajbir Singh)। আলতা ফড়িংয়ের রিমেক ধারাবাহিকের নাম দেওয়া হয়েছে ‘উড়তি কে নাম রাজ্জো’ (Udti Ka Naam Rajjo)। যদিও আগে ধারাবাহিকের নাম ঠিক হয়েছিল ‘রাজ্জো রকেট’। তবে এই নতুন ধারাবাহিকও সকলের মনে জায়গা করে নিতে পারবে বলেই চ্যানেলের ধারণা। এখন সময়ের সাথেই সবটা জানা যাবে।

× close ad