বয়স তো শুধু সংখ্যা! ৬০ পেরিয়েও দুর্দান্ত এনার্জি, রইল ‘চকাচক’ গানে অভিনেত্রী অনামিকার ভিডিও

বাংলা টলি ইন্ডাস্ট্রির দাপুটে এক খলনায়িকা তিনি হলেন অনামিকা সাহা (Anamika Saha)। তাঁর চেহারা, তাঁর কথা বলার ভঙ্গি, অভিনয়ের কৌশলতা তাঁকে সার্থক খলনায়িকার রূপ দিয়েছে। 

Saranna

anamika saha dancing on chakachak song viral video

বাংলা টলি ইন্ডাস্ট্রির দাপুটে এক খলনায়িকা তিনি হলেন অনামিকা সাহা (Anamika Saha)। তাঁর চেহারা, তাঁর কথা বলার ভঙ্গি, অভিনয়ের কৌশলতা তাঁকে সার্থক খলনায়িকার রূপ দিয়েছে।  বিন্দু মাসি চরিত্রে তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছে। সেই চোখ রাঙানো, পান খেয়ে ঠোঁট লাল, কপালে তীলক এই সব কটা বৈশিষ্ট্য অভিনেত্রীকে করে তুলেছিল একজন সার্থক খলনায়িকা। 

তবে খল চরিত্র ছাড়াও তিনি অভিনয় করেছেন আরও অনেক পজিটিভ চরিত্রে। এই যেমন ‘স্বামী কেন আসামী’ , ‘মায়ের আঁচল’ , ‘পরিবার’, ‘সাথী’ এইসব চলচ্চিত্রে তাঁর চরিত্র দরদী মায়ের প্রতিচ্ছবি। পজিটিভ চরিত্রে অভিনয় করলেও তাঁর জনপ্রিয়তা কিন্তু নেগেটিভ চরিত্রেই। তাঁর কেরিয়ারের প্রথম দিকের সিনেমা গুলোতে তিনি অভিনয় করেছিলেন নেগেটিভ চরিত্রেই। 

tollywood actress anamika saha talks about her acting journey1

অভিনেত্রীর  প্রথম সিনেমা ‘আশার আলো’। এই ছবিতে হিরোইনের চরিত্রে অভিনয় করছেন। তারপর আর তাঁকে সেভাবে নায়িকা চরিত্রে দেখা যায়নি। তাঁকে দেখা গেছে, মা -কাকিমার চরিত্রে। এর রহস্য কি জানেন? অভিনেত্রীর কথায়, ‘আমার শ্বশুর মশাই বলে দিয়েছিলেন, এমন চরিত্রে অভিনয় করবে যাতে আমাদের দেখতে অসুবিধা না হয়। ‘তাই তিনি নিজেকে এত স্থূলকায় করে তুলেছিলেন, যাতে তিনি নায়িকার চরিত্র না করতে পারেন। কারণ নায়িকার চরিত্রে অভিনয় করতে গেলে রোমান্টিক দৃশ্য আসবেই। 

tollywood actress anamika saha talks about her acting journey

এত বছর বড় পর্দায় চুটিয়ে অভিনয় করার পর ফিরে এসেছেন ছোটো পর্দায়। সম্প্রতি তিনি এখন অভিনয় করছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘লালকুঠি’ তে ও স্টার জলসার নতুন শুরু হওয়া ধারাবাহিক ‘এক্কা দোক্কা’য়। এই ধারাবাহিকে তিনি অভিনয় করছেন ঠাম্মির ভূমিকায়। তাঁর রোল নেগেটিভ নয় পজিটিভ। এই ধারাবাহিকের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ষাটোর্ধ্ব অভিনেত্রী অনামিকা সাহা নাচছেন ‘চাকাচাক’ গানে। এই নাচ দেখে সকলেই অবাক। 

আরও পড়ুনঃ চাকরির পাশাপাশি অভিনয়! রইল ‘এক্কা দোক্কা’র ঠাকুমা অভিনেত্রী অনুসূয়া মজুমদারের সংগ্রাম কাহিনী

 

View this post on Instagram

 

A post shared by Tolly Tales (@tollytalesnews)


উল্লেখ্য, সম্প্রতি তিনি আবার বড়পর্দায় কামব্যাক করেছেন। পাশবালিশ (Pashbalish) ছবিতে অভিনেত্রী অনামিকা সাহা একজন শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন। এই ছবির ট্রেলার লঞ্চ হয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়াম সেমিনার হলে। এর আগে এই বছরে তাঁর আরেকটি ছবি রিলিজ করবে ‘কলকাতা চলন্তিকা’। 

× close ad