‘ডান্স বাংলা ডান্সে’র মঞ্চ ছেড়ে পাহাড়ে অঙ্কুশ, সঞ্চালনা ছাড়লেন অভিনেতা! রইল কারণ

জি বাংলার (Zee Bangla) ডান্স বাংলা ডান্সের (Dance Bangla Dance) ফ্যান সকলেই। এই রিয়েলিটি শো সকলের মন জয় করে নিয়েছে। সপ্তাহে দু দিন হলেও এই

Saranna

ankush hazra going on a vacation with oindrila

জি বাংলার (Zee Bangla) ডান্স বাংলা ডান্সের (Dance Bangla Dance) ফ্যান সকলেই। এই রিয়েলিটি শো সকলের মন জয় করে নিয়েছে। সপ্তাহে দু দিন হলেও এই শো দেখার জন্য ভিড় জমান দর্শকরা। এই শোয়ে ফিরে এসেছেন আমাদের মহাগুরু মিঠুন চক্রবর্তী। এই শোয়ে ফিরে আসায় দর্শকরা বেশ খুশি হয়েছেন। এই শোয়ে রাখা হয়েছে কৌতুকের সমাবেশ, মানুষ যাতে বোরিং অনুভব না করে, তাই বরাবরই সঞ্চালককে রাখা হয় রসিকময় ব্যক্তি হিসেবে।

গতবারের মত এবারেও সঞ্চালকের দায়িত্বে আনা হয়েছে অঙ্কুশ হাজরা (Ankush Hazra)কে। অঙ্কুশ সবসময়ই একটু রসিকময় মানুষ। সবসময় অঙ্কুশের মুখে শোনা যায় দুষ্টু মিষ্টি কথা। সকলেই তাঁর কথায় হেসে লুটোপুটি খায়। আর সে কারণেই তো অঙ্কু্শকে ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু গত দু সপ্তাহ ধরে তাঁকে আর দেখা যাচ্ছেনা মঞ্চে। এই ঘটনায় খুবই দুঃখ পেয়েছেন অনুরাগীরা।

ankush hazra going on a vacation

এরপরই সকলের মনে প্রশ্ন জাগছে, তাহলে কি ডান্স বাংলা ডান্স ছেড়ে চলে গেলেন অভিনেতা?অঙ্কুশের বদলে দেখা গিয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়কে। শোনা গিয়েছিল অঙ্কুশ নাকি কিডন্যাপ হয়েছেন। গত সপ্তাহে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেতা সৌরভ দাসকে। এই বারবার বদলে খুবই চিন্তিত অনুরাগীরা। সত্যিই কি আর দেখা যাবেনা অভিনেতাকে?

এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে অঙ্কুশের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। আসলে অঙ্কুশ মঞ্চ ছাড়েননি, তিনি গিয়েছেন রিলাক্স করতে । ব্যস্ততার মাঝে সকলেরই একটু রিলাক্সেশনের দরকার হয়, আর তাই রিলাক্স করতে ভ্রমণের উদ্দেশ্যে বেড়িয়ে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে কিছু ছবি।

 

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)


কখনো তাঁকে দেখা যাচ্ছে, ঝর্ণার কাছে, আবার কখনো দেখা যাচ্ছে প্লেনের সামনে, আবার কখনো দেখা যাচ্ছে ঐন্দ্রিলার সাথে। ঐন্দ্রিলার সাথে দাঁড়িয়ে যে ছবিটি রয়েছে, তা দেখে বোঝা যাচ্ছে দুজনে রয়েছেন আইসল্যান্ডে। ঐন্দ্রিলার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও একই ছবি দেওয়া রয়েছে, যা দেখে বোঝায় যাচ্ছে, দুজনে একই জায়গাতে রয়েছেন। ছুটি কাটিয়ে আবারও ফিরবেন অঙ্কুশ হাজরা।

× close ad