এক সিরিয়ালেই হিট, ছোট পর্দা পেরিয়ে এবার বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন ‘বীণাপাণি’!

মনে পড়ে ‘গ্রামের রানি বীণাপাণি’ খ্যাত অভিনেত্রী অ্যানমেরি টমকে (Annmary Tom)। যিনি অর্ধেক বাঙালি আর অর্ধেক মালায়ালম। দীর্ঘদিন ধরে মডেলিংয়ের সাথে যুক্ত ছিলেন, আর সেখান

Saranna

annmary tom debut in toolywood soon

মনে পড়ে ‘গ্রামের রানি বীণাপাণি’ খ্যাত অভিনেত্রী অ্যানমেরি টমকে (Annmary Tom)। যিনি অর্ধেক বাঙালি আর অর্ধেক মালায়ালম। দীর্ঘদিন ধরে মডেলিংয়ের সাথে যুক্ত ছিলেন, আর সেখান থেকেই সুযোগ আসে একাধিক বিজ্ঞাপনের। আর সেই বিজ্ঞাপন করতে করতে ছোটপর্দায় অভিনয়ের সুযোগ আসে। আর প্রথম ধারাবাহিক  ‘গ্রামের রানি বীণাপাণি’ – তে নায়িকার সুযোগ পান। প্রথম ধারাবাহিকে অভিনয় করেই একেবারে হিট। 

কিন্তু ধারাবাহিক শেষ হয়েছে, অনেক দিন হল, এখন আর দেখা মিলছে না ছোটো পর্দায়। সবার মনে একটা কৌতূহল তাহলে কি অভিনয় ছেড়ে দিলেন? না অভিনয় ছাড়েননি, প্রস্তুতি নিচ্ছিলেন বড় পর্দার জন্য। এবার তাঁকে দেখা যাবে পরিচালক অরিত্র বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী ছবি একলব্য-তে। অ্যাকশন এবং রোমান্স ভরপুর রয়েছে এই সিনেমা।

annmary tom debut in toolywood

এই সিনেমায় থাকছেন শুভ বিজয়া, ডক্টর বক্সী সিনেমা খ্যাত অভিনেতা  দেবতনু, জ্যামি বন্দোপাধ্যায় সহ আরও অনেকে। মনে করা হচ্ছে দেবতনুর বিপরীতে তাঁর দেখা মিলবে। একলব্য’-এর হাত ধরেই বড় পর্দায় ডেবিউ করছেন। ঋতাভরী, মিমি, শ্বেতা ভট্টাচার্য সকলেই ছোটো পর্দা থেকে বড় পর্দায় পৌঁছেছেন, এই তালিকায় যুক্ত আরও একজনের নাম তিনি হলেন এই অ্যানমেরি টম। 

বর্তমানে তিনি অভিনয় করছেন ‘সান বাংলা’ -র বিখ্যাত ধারাবাহিক ‘ফাগুনের মোহনা’ (Phaguner Mohona) তে। সিনেমায় প্রস্তুতি নেওয়ার পাশাপাশি অভিনয় করেন এই ধারাবাহিকে। এটা হল অভিনেত্রীর দ্বিতীয় ধারাবাহিক। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে অভিনয় করছেন সিদ্ধার্থ সেন। তাঁর চরিত্রের নাম রুমঝুম। গ্রামের একজন সরল সাদাসিধে মেয়ে। আর সিদ্ধার্থের চরিত্রের নাম আয়ুষ, সে একজন সুপারস্টার।

 

View this post on Instagram

 

A post shared by Annmary Tom (@tomannmary)


এই দুজন বিপরীত মেরুর মানুষের কাহিনী এই ধারাবাহিকের বিষয়বস্তু। বাঙালি না হয়েও বাংলার প্রতি ছিল অবাধ ভালোবাসা। যখন তাঁকে ধারাবাহিকে দেখা যেত, বোঝার উপায় ছিল না সে বাঙালি নয়। তবে বেশ পরিষ্কার বাংলা বলতেন। তিনি কেরলের বাসিন্দা। ছোটো থেকেই তিনি রয়েছেন ব্যারাকপুরে। ব্যারাকপুরেই তাঁর পড়াশোনা। সেন্ট জেভিয়ার্স থেকে স্নাতক করেছেন। 

× close ad