ফের একবার ছোটপর্দায় ফিরছেন দর্শকের প্রিয় ‘উর্মি’ অন্বেষা! সঙ্গী এই অভিনেতা

বাংলা ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoy) ধারাবাহিকের সাথে বেশ পরিচিত। এই ধারাবাহিক সকল

Saranna

annwesha hazra coming back on new serial soon

বাংলা ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoy) ধারাবাহিকের সাথে বেশ পরিচিত। এই ধারাবাহিক সকল দর্শকদের কাছে খুবই প্রিয়। ধারাবাহিকে উর্মির ছেলেমানুষি, সাত্যকির ম্যাচিউরিটি সবটাই দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছিল। সকলেরই পছন্দ ছিল উর্মি সাত্যকির জুটি। কিন্তু ধারাবাহিকের পথচলা বর্তমানে শেষ। তাই অনুরাগীরা বেশ বিমর্ষিত।

কবে আবার উর্মিকে দেখা মিলবে সেই অপেক্ষায় রয়েছেন। উর্মির চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra)। আর সাত্যকির চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক মুখোপাধ্যায়। অন্বেষা কে টিভির পর্দায় দেখা না গেলেও ঋত্বিক মুখোপাধ্যায়কে দেখা যাচ্ছে টিভির পর্দায়। ধারাবাহিক শেষ হওয়ার পরেই সুযোগ পেয়েছেন নতুন ধারাবাহিকে। বর্তমানে জি বাংলার ‘মন দিতে চাই’ ধারাবাহিকে অরুনিমা হালদারের সাথে জুটি বেঁধে অভিনয় করছেন ঋত্বিক।

ei poth jodi na sesh hoy new promo video coming out2

ঋত্বিক কে দেখা গেলেও, নেই অন্বেষা। তাই তার খোঁজ পড়ছে। তবে শোনা যাচ্ছে, নতুন ধারাবাহিকে কামব্যাক করছেন অন্বেষা। সঙ্গে থাকছেন নতুন নায়ক। জি বাংলা নয়, স্টার জলসাতেই দেখা মিলবে অভিনেত্রীর। সাহানা দত্তের নতুন সিরিয়ালে মুখ্য চরিত্রে থাকবেন। বিপরীতে থাকছেন ‘নবাব নন্দিনী’র রিজওয়ান রব্বানি শেখ। যদিও এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এবার দেখা যাক কি হয়। উল্লেখ্য, শোনা যাচ্ছে, মৈনাক ভৌমিকের চিনি ২ তে দেখা যাবে অভিনেত্রী অন্বেষাকে। কোন চরিত্রে দেখা যাবে, সে বিষয়ে মুখ খোলেননি, তবে জানা যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁর দেখা মিলবে। তবে এটাই প্রথম নয় এর আগেই তিনি বড়পর্দায় তুমি ও তুমি নামক একটি ছবিতে কাজ করেছেন।

annwesha hazra now going to acting on movie

চিনির এই নতুন সিরিজ প্রসঙ্গে তিনি জানান, ‘SVF এর কাস্টিং এবং ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট থেকে ফোন করে বলা হয়, একটা গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য ভাবা হচ্ছে। এরপর আমায় জানতে চাওয়া হয় আমি ইন্টারেস্ট কিনা? আমি হ্যাঁ বলায় আমাকে স্ক্রিপ্ট পাঠানো হয়, আমি অডিশন দিই, ওইদিন দুপুরেই আমাকে সিলেক্ট করা হয়’।

× close ad