জী বাংলার (Zee Bangla) বর্তমান জনপ্রিয় সিরিয়াল গুলির একটি হল ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। সিরিয়ালটি যেমন গল্প নিয়ে শুরু হয়েছিল স্বাভাবিক ভাবেই এখন আর সেই গল্প বর্তমান নেই। গল্পে এসেছে আমূল পরিবর্তন। একসময় যে মিতুলকে বাঁচাতে গিয়ে একপ্রকার বাধ্য হয়ে ইন্দ্রকে তাকে বিয়ে করতে হয়েছিল। আজ সেই মিতুলকেই বড্ড ভালোবাসে ইন্দ্র। শুধু তাই নয় মিতুলও ইন্দ্রকে খুব ভালোবাসে।
ধারাবাহিকের নিয়ম যখনই সব ঠিক হতে বসে তখনই ভিলেন এন্ট্রি মারে। এখানেও উল্টোটা হয়নি। মিতুল ইন্দ্র যখন একে অপরকে ভালোবেসে একসাথে সংসার শুরু করবে তখনই তাদের জীবনে ফিরে আসে নতুন ভিলেন। ইন্দ্রর প্রাক্তন স্ত্রী অন্তরার এন্ট্রি হয়। যাকে এতদিন সকলে মৃত বলেই জানতো। আর সে ফিরে এসেই জোর করে তার অধিকার ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে।
তবে মিতুল এতো সহজে তার ভালোবাসাকে জলাঞ্জলি দেবে না। সে অন্তরার সঙ্গে যথাসম্ভব লড়াই করে চলেছে ইন্দ্রকে নিজের জীবন থেকে হারিয়ে যেতে দেবেনা বলে। ইন্দ্রও চায় অন্তরাকে ডিভোর্স দিয়ে দিতে আর মিতুলকেই নিজের স্ত্রীর জায়গাটা দিতে। কিন্তু অন্তরা যে এই বাড়িতে বিশেষ কোন উদ্দেশ্য নিয়ে এসেছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তাই সে এতো সহজে ইন্দ্রকে ডিভোর্স দেবেনা।
এতো কিছুর মাঝে সামনে এলো নতুন প্রোমো। গুগলি যে আসলেই ইন্দ্র আর অন্তরার সন্তান সোহাগ সেই হিন্ট এর আগেও দেওয়া হয়েছিল ধারাবাহিকে। রনো এই ব্যাপারে নিশ্চিতও হয়েছিল। তবে এতদিন এই খবর প্রকাশ পায়নি। মিতুল বা ইন্দ্র কারুরই জানা হয়ে ওঠেনি গুগলির আসল পরিচয়। গুগলিকে ছোট থেকে মিতুল মানুষ করে এসেছে। গুগলি এমনিতেও মিতুলের কাছে তার সন্তান।
তবে সম্প্রতি একটি প্রোমোয় দেখা যাচ্ছে পরিবারের সকলের সামনে অন্তরা গুগলির ডিএনএ রিপোর্ট হাজির করে আর সকলের সামনে এটা বলে গুগলি তার আর ইন্দ্রর মেয়ে সোহাগ। সে মিতুলের গুগলি নয়। এমনকি সে মিতুলকে সকলের কাছে দোষী প্রমান করে। সে মিতুলকে বলে যে মিতুল আগে থেকে সবটা জানতো। কিন্তু জেনে বুঝে মিতুল নাকি সেই রিপোর্ট সকলের কাছ থেকে লুকিয়ে রেখেছিল।
এরপরেই ইন্দ্র গুগলিকে বলে তুই আমার মেয়ে সোহাগ বলে তাকে বুকে টেনে নেয়। কিন্তু অন্যদিকে, গুগলি হঠাৎ ইন্দ্রর মুখে সে তার বাবা একথা শুনে মিতুলকে প্রশ্ন করে সে তাহলে কেন গুগলিকে বলেছিলো যে তার বাবা নেই? তাহলে মিতুল মা তাকে মিথ্যে বলেছে? ছোট্ট গুগলির প্রশ্নের মুখে আজ মিতুল। এবার ইন্দ্রও কি অবিশ্বাস করবে মিতুলকে নাকি বরাবরের মত তার পাশে দাঁড়াবে। সেটা আগামী পর্ব গুলিতেই বোঝা যাবে।