স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া (Anurager Chowa), এই ধারাবাহিক সকলের কাছে বেশ জনপ্রিয়। দীপা -সূর্যর রোমান্সের থেকে বেশি জনপ্রিয় সোনা রুপার ভালোবাসা, ভালোলাগা, খেলাধূলা, আবেগ সবটাই দর্শকদের মন কেড়ে নিয়েছে। আর তাই দর্শকরা টিভির পর্দায় বসে থাকে এই ধারাবাহিক দেখার জন্য। আর তার ফলাফল দেখা যাচ্ছে টিআরপি তালিকায়।
সবার প্রথমে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকে চলছে এখন জমজমাট কাহিনী। রূপা জেনে গেছে তার বাবা কে। আর সূর্যও জেনে গেছে রূপা তাঁর মেয়ে। সূর্য দীপাকে জানিয়ে দেয়, দীপা যদি রূপাকে ছেড়ে দেয় তবেই সে রূপাকে স্বীকৃতি দেবে। দীপা জানিয়ে দেয়, সে কিছুতেই ছাড়বে না রূপাকে। আর সোনা জেদ ধরে বাবা মায়ের সে আবার বিয়ে দেবে।
জয় সূর্যকে বলে, ‘দাদাভাই ও যদি তোর সত্যি মেয়ে থাকে কখনো ভেবেছিস ওর কথা? একবার সমস্ত সন্দেহ মাথা থেকে বার করে ভাব, ওই নিষ্পাপ শিশুটার কথা মাথা তুলে ভাব। ওর চালচলন কথা বার্তা সবকিছুর মধ্যে আমাদের মায়ের ছাপ পাবি। তোর আর বৌদির জন্য যতই ঝগড়া হোক, তার শাস্তি কেন ওই বাচ্চাটাকে দিচ্ছিস।’
সূর্য জয়ের কথা কিছুতেই শুনতে চায়না। কিন্তু এই সুযোগকে কাজে লাগায় উর্মি। সে দীপা আর সূর্যর সম্পর্ক ভাঙতে মিশকাকে কাজে লাগাবে। আর তার হাতিয়ার সোনা। এই কথা শুনতে পেয়ে জয় জানায়, যদি তার মেয়ে না হত, তাহলে সে উর্মিকে ডিভোর্স দিত। এবার এটাই দেখার রূপার প্রতি সূর্যর টান কি পারবে বাবা মেয়েকে এক করতে?
অনুরাগীরাও রয়েছেন এর অপেক্ষায়। কবে সেই অপেক্ষার অবসান ঘটে দেখা যাক। উল্লেখ্য, এই ধারাবাহিক সম্পর্কে এক অনুরাগী লিখেছেন, ‘ কিছু কিছু ফালতু লোকজন বলছে।অনুরাগের নাকি গল্প নেই। বাচ্চাদের জন্য টপার হচ্ছে। আরেহ ভাই গল্প সুন্দর বলে বাচ্চারাও সুন্দর সুন্দর অভিনয় এর সুযোগ পাচ্ছে।’