ভিলেন হলেও সেরা, মিশকাকে নিজের অবতারে ফিরে পেয়ে আনন্দিত দর্শক

Anurager Chowa-Mishka : স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল গুলির তালিকায় ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) বেশ পুরোনো। এই ধারাবাহিকে সূর্য-দীপার রসায়ন যেমন দর্শক ভালোবাসেন, তেমনই

Nandini

anurager chowa serial audience happy to see mishka is back

Anurager Chowa-Mishka : স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল গুলির তালিকায় ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) বেশ পুরোনো। এই ধারাবাহিকে সূর্য-দীপার রসায়ন যেমন দর্শক ভালোবাসেন, তেমনই ভিলেন চরিত্রটিকেও দর্শক প্রচন্ড ভালোবাসা দিয়েছেন। ভিলেন হলেও মিশকা সেনই যেন সিরিয়ালের প্রাণ। মিশকা যেমন অভিনয়ে দক্ষ তেমনই সুন্দরী।

তাই মিশকা সেন ছাড়া ‘অনুরাগের ছোঁয়া’ একপ্রকার অসম্পূর্ন। মিশকার কৃতকর্মের কারণে দর্শক চেয়েছিলেন যে মিশকা শাস্তি পাক। কারণ সে যা যা করেছে তা ক্ষমার অযোগ্য। কিন্তু দর্শকদের মধ্যে একাংশ মিশকার বিশেষ দোষ খুঁজে পাননা। মিশকা ভালোবাসার জন্য পাগল।

anurager chowa serial mishka again trouble surja

সে শুরু থেকে শুধু সূর্যকেই ভালোবেসে গেছে। মিশকা ভালোবেসে ত্যাগে বিশ্বাসী নয়। সে নিজের ভালোবাসাকে কেড়ে নিতে যা খুশি তাই করতে পারে। সূর্যকে পেতে সে একেবারে সাইকো হয়ে উঠেছে। মিশকাকে থামানো দরকার ছিল। কিন্তু মিশকা জেলে যাওয়ার পর থেকে ধারাবাহিকে বিশেষ আকর্ষণ পাচ্ছিলনা দর্শক।

আরও পড়ুনঃ TRP ফেরাতে নয়া টুইস্ট, বদলাবে জুটির সমীকরণ, নতুন ধামাকা ‘অনুরাগের ছোঁয়া’য়!

তাই সিরিয়ালের টিআরপি ফেরাতে মিশকাকে ফিরিয়ে আনা হয়েছে সিরিয়ালে। তার অভিনয় চরিত্র ফুটিয়ে তুলতে মুখের অভিব্যক্তি দেখে দর্শক তার প্রশংসা করেছেন। এই মুহূর্তে মিশকাকে বদ্ধ উন্মাদ দেখাচ্ছে। যে অভিনয়টা অহনা দত্ত বেশ ফুটিয়ে তুলেছেন। আর সে ফিরেই পৌঁছে গেছে সূর্যর কাছে।

anurager chowa serial mishka is back to surja

এবার দেখার মিশকা আর ইরার আদৌ কোনো রহস্য আছে কিনা? ইরার আসল উদ্দেশ্য কি সূর্যকে মিশকার কাছে ধরিয়ে দেওয়া? নাকি আরও বড় কোনো উদ্দেশ্য আছে তার? অন্যদিকে, মিশকা আর যাই হোক সূর্যর ক্ষতি অন্যকাউকে করতে দেবেনা। তাই মিশকা সূর্যর কাছে পৌঁছে কি ধামাকা করবে তা পরবর্তী পর্বেই জানা যাবে।

× close ad