মেয়েদের বাঁচাতে ছুটে এসে মৃত্যুর কোলে ঢলে পড়ল দীপা, ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র রুদ্ধশ্বাস পর্ব

স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ এমনই এক সিরিয়াল যা থেকে দর্শক চাইলেও মুখ ফিরিয়ে নিতে পারেননা সহজে। আর তার জেরেই প্রতি সপ্তাহে টপারের শিরোপা থাকে এই

Nandini

anurager chowa serial deepa get liferisk for surja and sona rupa

স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ এমনই এক সিরিয়াল যা থেকে দর্শক চাইলেও মুখ ফিরিয়ে নিতে পারেননা সহজে। আর তার জেরেই প্রতি সপ্তাহে টপারের শিরোপা থাকে এই ধারাবাহিকের মাথায়। সম্প্রতি, একটা নতুন প্রোমো সামনে এসেছিল ধারাবাহিকের যে সূর্য এতদিন পরে সত্যিটা জানতে সক্ষম হয়েছে, আর দীপার কাছে ছুটে যাচ্ছে ক্ষমা চাইতে।

কিন্তু সেটা আদৌ গল্পে কতটা সত্যি দেখানো হবে তা নিয়ে সংশয় থেকেই গেছে দর্শক মনে। মূল পর্ব দেখার আগে দর্শক এই প্রোমো নিয়ে বিশেষ মাথা ঘামাতে নারাজ। যারা নিয়মিত ধারাবাহিকটি দেখেন, তারা সকলেই জানেন যে গল্পে এখন নতুন টুইস্ট এসেছে। গল্পে মিশকা ভিলেন চরিত্র প্লে করে থাকে। তবে দিন দিন মিশকাকে ছাপিয়ে সূর্য হয়ে উঠছে গল্পের ভিলেন।

anurager chowa serial deepa get liferisk for save surja and sona rupa

মেয়েদের ছেড়ে সে থাকতে পারবেনা। আবার অন্যদিকে সোনা আর রুপা যে তারই মেয়ে সেকথাও স্বীকার করতে নারাজ সূর্য। আর তাই মেয়েদের নিয়ে একপ্রকার পালিয়ে আসে সূর্য। কিন্তু দীপাও মেয়েদের খোঁজ করতে করতে সেখান অবধি পৌঁছে যায়। সোনা-রুপা বাবার কথা চিন্তা করে মাকে চিনতে অস্বীকার করলে দীপা সেটা নিতে পারেনা। আর বড় দুর্ঘটনার মুখে পড়ে সে।

দীপাকে আপ্রাণ চেষ্টা করে বাঁচিয়ে তুললেও আবার মৃত্যুমুখে দীপা। হাসপাতালে মেয়েদের বিপদের আঁচ পেয়েই দুর্বল শরীরে ছুটে যায় দীপা। অনেক ধস্তাধস্তি, লড়াইয়ের পর দীপা মেয়েদের বাঁচিয়ে তো নেয় কিন্তু শরীর দুর্বল থাকার দরুন দীপা জ্ঞানহারায় সূর্যর বাহুডোরে। দীপার প্রাণসংশয় বেড়ে গেছে এবার সূর্য জানেনা সে দীপাকে আর বাঁচাতে পারবে কি না?

আরও পড়ুনঃ আগুনের পর দাগী আসামীর কবলে সোনা-রুপা, সূর্যর জেদে নতুন বিপদে মেয়েরা!

anurager chowa serial surja promish her daughter's he tried to save deepa

তবে কি সত্যি এবার গল্পের মোড় বদল হবে? মারা যাবে দীপা? একই গল্প দেখতে দেখতে দর্শক বোর হয়ে গেছেন। আর তাই ধারাবাহিকের দর্শকও কমে যাচ্ছে। যার প্রভাব টিআরপি তালিকায় দেখা যাচ্ছে। তাই দর্শকেরই অনেকাংশের ধারণা গল্পে নতুন মোড় আনা হচ্ছে যাতে টিআরপি ধরে রাখা যায়।

× close ad