পর্দার ঝাঁকড়া চুলের শ্যামবর্ণা ‘সোনা’ বাস্তবে কিন্তু আরও সুন্দর, রইল ছোট্ট মিশিতার অদেখা ছবি

স্টার জলসার (Star Jalsha) মূল ইউএসপি সোনা ও রূপা। অর্থাৎ ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) ধারাবাহিকের দুই খুদে শিল্পী সৃষ্টি মজুমদার (Sristi Majumder) আর মিশিতা রায়

Saranna

anurager chowa serial mishita is more beautiful in real life

স্টার জলসার (Star Jalsha) মূল ইউএসপি সোনা ও রূপা। অর্থাৎ ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) ধারাবাহিকের দুই খুদে শিল্পী সৃষ্টি মজুমদার (Sristi Majumder) আর মিশিতা রায় চৌধুরী (Mishita Ray Chowdhury)। এই দুই ক্ষুদে ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। বাচ্চা হলে কি হবে? অভিনয় গুণে সকলের কাছে বেশ প্রশংসিত। এইটুকু বয়সে এত সুন্দর অভিনয়, এত সুন্দর কথা বলার ভঙ্গি সবটাই সকলের মন জয় করে নিয়েছে। দীপা এবং সূর্যর জনপ্রিয়তা ছাপিয়ে গেছে এই দুই খুদের জনপ্রিয়তাকে।

সোনার চরিত্রে যে অভিনয় করছে, তাঁর আসল নাম মিশিতা রায় চৌধুরী (Mishita Ray Chowdhury)। তাঁর ডাক নাম মিশকা। ধারাবাহিকের খলনায়িকার সাথে তাঁর নাম মিলে যায়। পর্দায় মিশিতাকে যেমন শ্যামবর্ণ দেখানো হয়, বাস্তবে কিন্তু একেবারেই উল্টো। মেকাপের মাধ্যমে এই শ্যামবর্ণ লুক দেওয়া হয়েছে। মেকাপ ছাড়া তাকে দেখলে চেনা দায়।

netizen amazed by anurager chowa serial mishita aka sona's hidden talent apart from acting

মিশিতা রায় চৌধুরী’র (Mishita Ray Chowdhury) একটি ইউটিউব চ্যানেল রয়েছে, তাতে দেখা যায় মিশিতা রিল বানাচ্ছে। কখনো মেট্রোতে, আবার কখনো হোলিতে। ইনস্টাগ্রামেও রিল ভিডিও করতে দেখা যায়। ফ্লোরে সকলকে মাতিয়ে রাখে মিশিতা। ছোটো থেকেই সে খুব ভালোবাসত ছবি তুলতে। এখন থেকেই সে মডেলিং করে। মডেলিং করতে করতেই সুযোগ আসে প্রথম ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে। প্রথম কাজেই কামাল।

পর্দায় যেমন আধো আধো কথা বলতে দেখা যায়, বাস্তবেও তার কথা ওইরকমই। অডিশনের সময় এই আধো আধো কথা দিয়েই মিশিতার সিলেকশন হয়েছিল। এমনকি অভিনয়ের স্ক্রিপ্টও লেখা থাকে ওই আধো আধো ভাষাতেই তার বাচনভঙ্গির অনুরূপ করে। শ্যুটিং ফ্লোরেও সকলে ওর ভাষাতেই কথা বলে মজা করে ও ভালোবেসে। ফ্লোরে প্রচুর দুষ্টুমি করে।

আরও পড়ুনঃ অভিনয় ছাড়াও রয়েছে বিশেষ একটি গুন! ‘অনুরাগের ছোঁয়া’র ছোট্ট ‘সোনা’র প্রশংসায় দর্শকেরা

শুধু ফ্লোরে নয়, বাড়িতেও দুষ্টুমি। ঘুমানোর সময় চুপ করে থাকে, আর যখন জেগে থাকে তখন সবসময় দুষ্টুমি করে। তবে দুষ্টুমি করলেও খুব বুঝদার। বাবা-মার কষ্ট বোঝে। প্রয়োজনের বেশি আবদার কখনোই করে না । তবে কথায় কথায় খুবই রেগে যায়। যেরকমটা বাচ্চারা হয়, ঠিক রাগ নয়, ওই অভিমানটাই করে। তবে খুব মিষ্টি একটা মেয়ে, মিশিতা রায় চৌধুরী (Mishita Ray Chowdhury)

× close ad