মিশকাকে মেরে জেলে যাবে সূর্য, টিভির আগেই দেখে নিন অনুরাগের ছোঁয়ার ধামাকা পর্ব!

Anurager Chowa : স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ তে চলছে জমজমাট পর্ব। অবশেষে ভালোবাসার টানে এক জায়গায় সূর্য আর দীপা। এই তো গোটা জলসা

Saranna

anurager chowa serial new twist coming soon

Anurager Chowa : স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ তে চলছে জমজমাট পর্ব। অবশেষে ভালোবাসার টানে এক জায়গায় সূর্য আর দীপা। এই তো গোটা জলসা পরিবার সেলিব্রেট করল সূর্য-দীপার বিবাহবার্ষিকী। খুব ধুমধাম করে সেলিব্রেশন হল। দর্শকরা অধীর আগ্রহী ছিলেন এদিনের এই পর্ব দেখার জন্য।কারণ তারা বারবার চেয়েছিলেন সূর্য-দীপা এক হোক।

সবাই এক হোক চাইলেও সূর্যর সো কলড ‘বেস্ট ফ্রেন্ড’  মিশকা কখনোই চায়না সূর্য দীপা এক হোক। সবসময় চায়, তাদের মধ্যে বিভেদ হোক, আসুক বিচ্ছিন্নতা। আর তাই যেন তেন প্রকারে দুজনের বিচ্ছেদ ঘটাতে সে উদ্বিগ্ন। মিশকার এই রূপ সূর্যর  সামনে  প্রকাশ পেয়েছে। সূর্য এতদিন তাকে ভালো বন্ধু ভেবেই এসেছে।

anurager chowa mishka once again break surja and deepa's relation

সেই বন্ধুই যে তার পিছনে ছুড়ি মারছে, সেটা সে জানত না, সেই স্বরূপটা প্রকাশ পেল সূর্যর সামনে। সূর্যকে কাছে পাওয়ার জন্য মিশকা বেআইনিভাবে ল্যাবরেটরীতে রাখা সূর্যের ফ্রোজেন স্পার্ম নিয়ে প্রেগন্যান্ট হওয়েছে। সকলকে সে বোঝায় তার গর্ভে সূর্যর সন্তান রয়েছে। সূর্য বারবার বলে সে মিশকাকে ছুঁয়েও দেখেনি। তাহলে কি করে সম্ভব? সবাইকে প্রমাণ দিতে মিশকা  ডিএনএ টেস্ট করাতেও শুরু করে দিয়েছে।

বাড়ির সকলে সূর্যকে অবিশ্বাস করলেও, তার পাশে রয়েছে দীপা, সে মিশকার এই কথাতে ভোলেনি। আর তাই তো সে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে মিশকার মুখোশ খুলে দিয়েছিল সকলের সামনে। বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে আবারও নতুন করে সেনগুপ্ত বাড়িতে বসেছে সূর্য-দীপার বিয়ের আসর। এখানেই উপস্থিত হয় মিশকা। মিশকাকে দেখে সূর্য জানায়, সে ভুল করেছে কারোর কথা না শুনে তাকে বিশ্বাস করে। 

এইসবের মাঝে সামনে এল এক জমজমাট প্রোমো ভিডিও। সূর্য গুলি করেছে, কিন্তু কাকে? শোনা যাচ্ছে মিশকাকে। দীপা ছুটতে ছুটতে আসে। সূর্যকে জেলের মধ্যে ঢোকানো হয়। দীপা শপথ করে সূর্যকে সে নির্দোষ প্রমাণ করবেই। তাহলে কি সূর্য সত্যিই কি কিছু করেনি। এই রহস্যময় পর্ব দেখতে হলে চোখ রাখতে হবে আগামী ৬ আর ৭ অক্টোবর।