সূর্যকে ছাড়াই হ্যাপি এন্ডিং? সাক্ষাৎকারে শেষের ইঙ্গিত ‘অনুরাগের ছোঁয়া’র ‘দীপা’র!

Anurager Chowa : স্টার জলসার (Star Jalsha) অতি জনপ্রিয় সিরিয়াল বলতে এখনও ‘অনুরাগের ছোঁয়া’ই। বিগত দুই বছর যাবৎ এই সিরিয়াল দর্শকমনে রাজত্ব করছে। শুরু থেকেই

Nandini

anurager chowa serial soon end without surja character

Anurager Chowa : স্টার জলসার (Star Jalsha) অতি জনপ্রিয় সিরিয়াল বলতে এখনও ‘অনুরাগের ছোঁয়া’ই। বিগত দুই বছর যাবৎ এই সিরিয়াল দর্শকমনে রাজত্ব করছে। শুরু থেকেই সূর্য-দীপার জুটি দর্শকের বেশ পছন্দের হয়ে উঠেছিল। তবে সময়ের সাথে সাথে গল্পে এসেছে নতুন মোড়। সূর্য আর দীপার পথ আজ সম্পূর্ণ আলাদা। দীপা অর্জুনের সাথে বাঁধা পড়েছে।

আর সূর্য ইরার সাথে সাত পাক ঘুরেছে। বর্তমানে ধারাবাহিকে দীপার গল্পতাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। বহুদিন যাবৎ সূর্য পর্দায় অনুপস্থিত। পাশাপাশি আরও অনেক চরিত্রই পর্দা থেকে সরে গিয়েছেন। যাদের বহুদিন দেখা যাচ্ছেনা। বহুবার এই সিরিয়াল শেষ হওয়ার গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় শোনা গিয়েছিল। তবে প্রত্যেকবারই তা রটনা প্রমান হয়েছে।

anurager chowa serial audience get emotional to see surja deepa's break

কিন্তু এবারে ধারাবাহিকের অভিনেত্রীর গলায় ধরা পড়ল বিষাদের সুর। এক সাক্ষাৎকারে, দীপা তথা অভিনেত্রী স্বস্তিকা ঘোষ ‘দীপা’ চরিত্রটা নিয়ে ভাবুক হয়ে গিয়েছিলেন। তিনি ওই সাক্ষাৎকারে জানিয়েছেন, দীপার মত একটা লিড চরিত্র কিভাবে সামলাচ্ছি তা আমিই জানি। সরে গেলেও আমার মধ্যে দীপা থেকে যাবে।’

আরও পড়ুনঃ ‘ভাবে রাতারাতি সুপারস্টার হবে, ডেডিকেশন নেই’! নবাগতা অভিনেত্রীদের নিয়ে বিস্ফোরক পরিচালক

আমাকে বাড়িতে এবং আমার বন্ধুবান্ধব সকলে জিজ্ঞেস করে “তুই দীপা থেকে কবে বেরোবি কিন্তু সত্যি আমি জানি না। দীপা আমায় সব দিয়েছে, দায়িত্ববোধ দিয়েছে, কথা বলতে শিখিয়েছে। আমি ভীষণভাবে চাই সবাই স্বস্তিকাকে চিনুক। মনে হয় গার্ড ছাড়াই রাস্তায় গিয়ে ফুচকা খাই। কি আর হবে ছবিই তো তুলবে।”

এছাড়া অভিনেত্রী আরও জানিয়েছেন, ” দীপা চরিত্র আমার কাছে অনেকটা। এটা আমার প্রথম লিড চরিত্র। মানুষের কাছে প্রচুর ভালোবাসা পেয়েছি। কিন্তু যেটা শুরু হয় সেটা তো শেষ হবেই। তাই শেষ হলে আমি সত্যিই জানি না কি করব।” তবে স্বস্তিকা কি এই কথার মধ্যেই শেষের ইঙ্গিত দিলেন তা নিয়ে দ্বন্ধে আছেন দর্শক। অনেকের মতেই এবার সত্যি শেষ হতে চলেছে ‘অনুরাগের ছোঁয়া’।

× close ad