খবরবিনোদনসিরিয়াল

দর্শকদের আশার কোনো দাম নেই! মিলন নয় সোনা আর ফুলমাকে চিরদিনের মত আলাদা করে দিল সূর্য

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এই ধারাবাহিকটি বর্তমানে বেশ জনপ্রিয়। আর জনপ্রিয় বলেই টিআরপি (TRP) তালিকায় সবার প্রথমে দেখা যাচ্ছে। প্রায় ২ মাস ধরে নিজেদের চমকের ভারে সবার প্রথমে জায়গা করে নিয়েছে। কিন্তু বর্তমানে টিআরপি বেশ কমেছে। কমা সত্ত্বেও রয়েছে প্রথমে। কিন্তু কমতে কমতে যদি সবার শেষে চলে যায়, আর তাই তো ধারাবাহিকে আনা হচ্ছে আরও চমক। 

ধারাবাহিক অনুরাগীরা সকলেই চাইছেন মিল হোক সূর্য-দীপার। কিন্তু তা সত্ত্বেও এখনও মিল হচ্ছে না তাদের। এই নিয়ে বেশ বিমর্ষিত অনুরাগীরা। অন্যদিকে আবার ধারাবাহিকের মূল ইউএসপি সোনা ও রূপা, তারা দুজনেই এবার আলাদা হয়ে যাচ্ছে। দুজনেই একই স্কুলে পড়ত, কিন্তু সম্প্রতি যে প্রোমো ভিডিও দেখা গেছে, তা দেখে দর্শকরা আবার আশাহত। 

netizen prised dipa labonyo's acting on anurager chhowa

প্রোমো তে দেখা গেছে, সূর্য পৌঁছে যায় সোনার স্কুলে। সেখানে গিয়ে স্কুলের ম্যাডাম কে বলে, আমি সোনাকে নিয়ে বিদেশে চলে যাচ্ছি, প্লিস টিসি দেওয়ার ব্যবস্থা করুন। এই কথা শুনে সোনা দীপাকে জড়িয়ে বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তোমার কাছেই থাকব । অন্যদিকে সবটা আড়াল থেকে শোনে রূপা। এই কথা শুনে সেও খুব কষ্ট পায়। 

দীপা সূর্যকে বলে অন্তত ফাইনাল পরীক্ষাটা দিতে দিন। একথা শুনে সূর্য রেগে যায় দীপার উপর। সে জানায়, আমার মেয়ের ব্যাপারে বাইরের লোকের থেকে কোনো উপদেশ শুনতে চায় না। এরপরই সূর্য সোনাকে টেনে নিয়ে চলে যায়। সোনা যেতে চায় না। ফুল মা , ফুল মা বলে ডাকতে থাকে। 

এরপর রূপা ছুটে এসে মায়ের হাত ধরে বলে, ওই হিংসুকুটিটা কি অনেক দূরে চলে যাবে। এই প্রশ্নের উত্তর দীপার কাছে নেই। তাহলে কি সত্যিই দুজনে আলাদা হয়ে যাবে? এর উত্তর মিলবে আগামী পর্বে । 

viewers angry on anurager chhowa same track

এই ঘটনায় রেগে যাচ্ছেন নেটিজেনরা। এক নেটিজেন তাই লিখেছেন, ‘প্রথমে সূর্য দীপা আলাদা হলো এবার সোনা রুপা সূর্য ও দীপার কি কোনদিন মিল হবেনা মিসকার মুখোশ টা কি তবে খুলবে না আর কত ন্যাকামি চলবে ‘। 

1Minutenewz Google News Subscribe
Back to top button