Aparajita Adhya-Kojagori: স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘জল থই থই ভালোবাসা’(Jol Thoi Thoi Valobasa)। ধারাবাহিকটি বেশ জনপ্রিয় দর্শকমহলে। এই ধারাবাহিকের নায়িকা অনুষা বিশ্বনাথন হলেও, ধারাবাহিকের মূল ইউএসপি কিন্তু অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। অপরাজিতার মেয়ের চরিত্রে অভিনয় করছেন অনুষা। ধারাবাহিকে মা-মেয়ের খুব সুন্দর বন্ডিং দেখানো হয়েছে। মা-মেয়ের থেকে তারা দুজনে খুব ভালো বন্ধু।
আর এই সুন্দর সম্পর্কটা দর্শকমহলে বেশ পছন্দের। সম্প্রতি ছিল পয়েলা বৈশাখ। এই দিন আনন্দে মেতে উঠেছিলেন এই ধারাবাহিকের সকল অভিনেতা-অভিনেত্রীরা। সকলেই নিজেদের পুরানো স্মৃতিচারণে মেতে উঠেছে। অপরাজিতা আঢ্যর সাথে ছিলেন, অনুষা, ইন্দ্রাশিষ আর ইপ্সিতা। ইন্দ্রাশিষ জানান, অফস্ক্রিন যেমন অপাদি সাপোর্ট করতেন, তেমন অনস্ক্রিনও করেন।
আর অপাদির সাথে এটা প্রথম কাজ নয়, প্রথম দিকের কাজ গুলো সবটাই করেছি অপাদির সাথে। অপরাজিতা জানান, ইন্দ্রাশিষের সাথে তাঁর এটা তৃতীয় কাজ। ধারাবাহিকে কাজ হয়েছে বটে, কিন্তু কখনো ছবি করা হয়নি। অভিনেত্রীর কথায়, ‘তবে আমি জানি ও অনেক ভালো ভালো ডিরেক্টরের সাথে কাজ করেছে, ওর ভাই চাঁদ আমার খুব প্রিয়, আমার ছেলে’। শুধু ইন্দ্রাশিষ নয়, অনুষা এবং ইপ্সিতাকে নিয়েও মুখ খুললেন।
অপরাজিতা যেহেতু ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে রয়েছেন, তাই অনেক অভিনেত্রীকে তিনি ছোটো থেকে বড় হতে দেখেছেন। অনুষা এবং ইপ্সিতার মতো বয়সী অভিনেত্রীদের অনেককেই তিনি প্রথমবার হাঁটতেও দেখেছেন। আবার অনেকেরই তাঁর হাত ধরে হাতেখড়ি হয়েছে। অনুষাকে তিনি আঙুল খেতেও দেখেছেন। অভিনেত্রীর কথায়, ‘ও যখন ছোটো ছিল তখন আঙুল খেত।
আর আজ দেখছি ওই-ই আমার বন্ধু। আমার সহ অভিনেত্রী। এটা ভাবতেই ভালো লাগে। ওরা যখন ছোটো ছিল তখন অভিনয় করতে আসত, আবার দেখতেও আসত। ওদেরকে আমি কত চটকাতাম। আজ ওরা নিজেদের জায়গায় সফল।‘ উল্লেখ্য, টিআরপি তালিকায় এই ধারাবাহিক জায়গা পেয়েছে। এই সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী ধারাবাহিককে অষ্টম স্থানে দেখা গেছে।