‘লক্ষী কাকিমা’ এবার হিন্দি বিনোদনে, ফের একবার পর্দায় ফিরছে ‘পারি পাগলি’!

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় এক অভিনেত্রী হলেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। তাঁর হাসির কথা সকলেই আমরা জানি, শুধু হাসি কেন, তাঁর সুন্দর কথা বার্তার প্রেমে

Saranna

aparajita adhya coming on hindi serial as a mental patient

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় এক অভিনেত্রী হলেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। তাঁর হাসির কথা সকলেই আমরা জানি, শুধু হাসি কেন, তাঁর সুন্দর কথা বার্তার প্রেমে আমরা সকলেই পড়ে যায়। এই অভিনেত্রীকে কখনো দেখা গেছে নায়িকার চরিত্রে, আবার কখনো সুন্দর মমতাময়ী মায়ের চরিত্রে, আবার কখনো দেখা গেছে পাগলীর ভূমিকায়।

বড় পর্দা থেকে ছোটো পর্দা সবেতেই তাঁর অবাধ বিচরণ। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে, জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ঘরে ঘরে জি বাংলা’-তে। এই রিয়েলিটি শোয়ে প্রত্যেকদিন তাঁকে দেখা যায়না, তবে দেখা যায় বিশেষ বিশেষ এপিসোডে। অনুরাগীরা তাঁকে এতটাই পছন্দ করেন যে, আশায় থাকেন কবে আবার ধারাবাহিকে ফিরবেন।

actress aparajita adhya pair with kaushik ganguli2

তবে অনুরাগীদের জন্য রয়েছে সুখবর, খুব শীঘ্রই ফিরছেন অভিনেত্রী। অপরাজিতা আঢ্যকে শেষবার দেখা গিয়েছিল জি বাংলার ‘লক্ষী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকে। তাঁর অভিনয় সকলকে মাতিয়ে রেখেছিল। কিন্তু কম টিআরপি থাকায় খুব শীঘ্রই বন্ধ হয়ে যায় এই ধারাবাহিক। তারপর থেকেই দেখা গেছে রিয়েলিটি শোতে। আবারও পর্দায় ফিরছেন হিন্দি ধারাবাহিক নিয়ে। শোনা যাচ্ছে লীনা গাঙ্গুলির একটি হিন্দি ধারাবাহিক আসতে চলেছে।

সেখানে অপরাজিতা আঢ্যকে দেখা যেতে পারে এক পাগলির ভূমিকায়। এর আগে অপরাজিতা আঢ্যকে জল নূপুর ধারাবাহিকে দেখা গিয়েছিল পারি পাগলির ভূমিকায়। আবারও দেখা মিলবে একই রকম ভাবে। ২০১৩ সালে শুরু হয়েছিল জল নূপুর ধারাবাহিক। এই ধারাবাহিটিও লীনা গাঙ্গুলীর লেখা। এই ধারাবাহিকের রিমেক আসবে নাকি, অন্য নতুন ধারাবাহিক নিয়ে আসবেন সেটাই দেখার।

aparajita adhya as pari pagli coming on hindi upcoming serial

অন্যদিকে শোনা গেছে ‘চিনি ২’ তে তাঁর দেখা মিলবে। উল্লেখ্য, অপরাজিতা আঢ্য সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রায়শই তাঁকে দেখা যায় নানান রকম রিলস ভিডিওতে। এছাড়াও দেখা যায় একেবারে হট অবতারে। পর্দার লুকের থেকে একেবারেই আলাদা। যা নিয়ে অনেক বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় নেটিজেনদের। কিন্তু সেইসব নিয়ে তিনি কখনো মাথা ঘামাননা। আপন অনুরাগে চলতে থাকেন।

× close ad