Aparajita Adhya : জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় নতুন ধারাবাহিক, যা বর্তমানে সোশ্যাল মিডিয়ার শিরোনামে আছে, তা হল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Katha)। এখানে মুখ্য চরিত্র শিমুলের ভূমিকায় অভিনয় করছেন মানালি দে। তাঁর অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসা পেয়েছে। তবে মানালি ছাড়াও ধারাবাহিকে রয়েছে আরও একটি চরিত্র, সেটা হল পুতুল। পুতুল চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattacharjee)।
তাঁর অভিনয়ও দর্শকদের মন কেড়ে নিয়েছে। যারা ধারাবাহিক দেখেন তারা জানেনই, এই পুতুল চরিত্রটি একটু অন্যরকমের। সে শিমুলের ননদ। তবে শিমুলের মতো স্বাভাবিক নয়। একটু অন্যরকম। বিজ্ঞানের ভাষায় যাকে বলে অস্বাভাবিক চলিত ভাষায় তাকে আমরা ‘পাগলি’, ‘হাবদা-গোবদা’ এই রকম নানান ভাষায় সম্বোধন করি।
এই চরিত্রটি দর্শকমহলে বেশ প্রশংসিত হলেও, বেশ সমালোচিত হতে দেখা দিয়েছে। সকলেই এর সাথে মিল খুঁজে পেয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়ের লিখিত জনপ্রিয় চরিত্র পারি পাগলীর সাথে। ২০১৩ সালে স্টার জলসায় ‘জল নূপুর’ ধারাবাহিকে পারি পাগলী চরিত্রের দেখা মিলেছে। সেখানে এই চরিত্রে অভিনয় করেছিলেন, জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। তাঁর চরিত্রটি এখনও দর্শকদের মনে রয়ে গেছে।
আর সেই চরিত্রের সাথে সাদৃশ্য করে নেটিজেনরা বলছেন সবাই পারি পাগলী হতে পারেনা, পারি পাগলী একজনই হয়। অপরাজিতার ধারে কাছে নেই। আবার কেউ কেউ বলেছেন এ তো পুরো পারি পাগলী। এরকম মন্তব্য প্রসঙ্গে অভিনেত্রী অপরাজিতাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ‘ এরকম কোনো কথা আমার কানে আসেনি। তবে পারিকে যদি নকল করার চেষ্টা করে তাহলে ক্ষতি কি?
আমি যেটা করেছি, ও সেটা করবে না, ও নিজের মতো করেই করবে। ও খুব বুদ্ধিমতী , যেটা করবে নিজের বুদ্ধি দিয়েই করবে। তাই যা হবে ভালোই হবে।’ প্রসঙ্গত, অভিনেত্রী অপরাজিতা আঢ্যর সাথে শ্রীতমা ভট্টাচার্যের বেশ মধুর সম্পর্ক রয়েছে। অপরাজিতা তাঁর কাছে মণি মা। স্টার জলসার ‘মা’ ধারাবাহিকে দুজনে একসাথে কাজ করেছে সেই থেকেই দুজনের মধ্যে রয়েছে একটা সুন্দর সম্পর্ক। মণি মার মুখে এ প্রশংসা শুনে বেশ খুশি শ্রীতমা।