Arpan Ghoshal: টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির জনপ্রিয় হার্টথ্রব হিরো হলেন অর্পণ ঘোষাল। স্টার জলসার মেয়েবেলা ধারাবাহিক থেকেই তিনি সকলের কাছে জনপ্রিয়। সকলের মণিকোঠায় তাঁর স্থান। তাঁর অভিনয়, কথার স্বর, কথা বলার ভঙ্গি আজও মানুষকে ভুলতে দেয়নি। ধারাবাহিক শেষ হয়ে গেছে বটে, কিন্তু অর্পণ ঘোষালের অভিনয় ভুলতে পারেননি। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর মানুষ তার খোঁজ করছে।
আবার কবে তাঁর দেখা মিলবে, এই আশায় রয়েছেন দর্শকরা। তবে দর্শকদের জন্য সুখবর, খুব শীঘ্রই তাঁর দেখা মিলছে। ছোটো পর্দার পর প্রথমবার বড় পর্দায় পা রাখতে চলেছেন অভিনেতা। পরিচালক অর্ণ মুখোপাধ্যায়ের বাংলা নাটক ‘অথৈ’ (Athoi) এর গল্প দেখা যাবে বড় পর্দায়। এসভিএফ এবং জিও স্টুডিওস-এর যৌথ প্রযোজনায় এটি তৈরি হচ্ছে। আর এখানেই অভিনয় করবেন অর্পণ ঘোষাল।
এ প্রসঙ্গে, নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সে কথা। তিনি জানান, ‘যার নির্দেশনায় প্রথম মঞ্চে পা রেখেছি, তারই নির্দেশনায় প্রথম সিনেমা করতে চলেছি। পৃথিবীর ইতিহাসে বিরলতম ঘটনা’। এছাড়াও এই ছবিতে দেখা যাবে, অনির্বাণ ভট্টাচার্য এবং সোহিনী সরকারকে। এর পাশাপাশি দিতিপ্রিয়া রায়, কৌশিক চক্রবর্তী, কৌশিক বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেক বিশিষ্ট বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী।
উল্লেখ্য, ২০১৬ তে পরিচালক অর্ণ মুখোপাধ্যায় ‘ওথেলো’ অবলম্বনে যে নাটকটি তৈরি করেছিলেন সেটিই হল ‘অথৈ’। যেমনটা আমরা মন্দারে দেখেছিলাম। মন্দারও শেক্সপিয়ারের অবলম্বনেই লেখা। শেক্সপিয়ারের লেখনীটাকে রেখে প্রেক্ষাপটকে বদলে নতুন করে তৈরি করেছিলেন অথৈ। ফুটে উঠেছে দলিত সমাজের নানান ছবি। ডেসডিমোনার চরিত্রে থাকছেন অভিনয় করবেন সোহিনী সরকার।
View this post on Instagram
অনগ্র চ্যাটার্জী বা গোগোর চরিত্রে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। আর অথৈ লোধার চরিত্রে অভিনয় করছেন অর্ণ মুখোপাধ্যায়। সোমবার হল ছবির মহরৎ। ১৩ ই ডিসেম্বর থেকে শুরু হবে ছবির শ্যুটিং। সব ঠিকঠাক থাকলে ২০২৪ এ মুক্তি পাবে এই ছবি। দেখা যাক কেমন হয় এই ছবির কাহিনী। অপেক্ষায় রয়েছেন সকলেই।