পর্দা পেরিয়ে বাস্তবে বিয়ের পিঁড়িতে বসছেন ‘আয় তবে সহচরী’ অভিনেত্রী’! বধূ বেশে নজরকাড়া অরুণিমা

একটা ধারাবাহিক শেষ হলে শুরু হয় আর একটা নতুন ধারাবাহিক। শেষ হলেও নতুন ধারাবাহিকের ভিড়ে পুরানো ধারাবাহিকের কাহিনী , চরিত্র সবটাই দর্শকদের মনে রয়ে যায়।

Saranna

aay tobe sohochori actress arunima halder's bridal photos viral

একটা ধারাবাহিক শেষ হলে শুরু হয় আর একটা নতুন ধারাবাহিক। শেষ হলেও নতুন ধারাবাহিকের ভিড়ে পুরানো ধারাবাহিকের কাহিনী , চরিত্র সবটাই দর্শকদের মনে রয়ে যায়। তাইতো ধারাবাহিকের শেষেও চরিত্রের অভিনেতা অভিনেত্রীদের খোঁজ পড়ে। সেই চরিত্রের অভিনেতা অভিনেত্রীরা কোথায় কী করছেন সেই নিয়েই অনুরাগীদের কৌতূহল। পাশাপাশি অপেক্ষায় থাকে, নতুন ধারাবাহিকে কবে তাদের দেখা যাবে।

তেমনই দর্শকদের এক পছন্দের চরিত্র হল, টিপু-বরফি। এই দুই জুটিকে দর্শকদের বেশ পছন্দই হয়েছিল। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘আয় তবে সহচরী’ তে ছিল এই জুটি। লিড চরিত্র সহচরী ছাড়াও দর্শকদের মন কেড়েছিল টিপু-বরফি জুটি। টিপুর চরিত্রে অভিনয় করেছেন, অভিনেতা ইন্দ্রনীল চ্যাটার্জী (Indranil Chatterjee), আর বরফির চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অরুণিমা হালদার (Arunima Halder)।

arunima halder's bridal photo viral on social media

 

সম্প্রতি শেষ হয়েছে এই ধারাবাহিক। সময়ের আগেই শেষ হয়েছে, কারণ সহচরী অর্থাৎ অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অসুস্থতার কারণেই শেষ হয়ে যায় ধারাবাহিকটি। ধারাবাহিক অনুরাগীদের আফসোস হয় সময়ের আগেই শেষ হয়ে যাওয়ায়। তাই অনুরাগীরা চাইছেন এই চরিত্র যেন আবার ফিরে আসে টিভির পর্দায়।

অনুরাগীদের কথার মান্যতা দিয়ে এই জুটি আবার ফিরেছেন টিভির পর্দায়। জি বাংলার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। যদিও এখনও জানা যায়নি, কবে দেখা যাবে। তবে খুব শীঘ্রই দেখা মিলছে। এই আশায় বুক বাঁধছেন অনুরাগীরা।

arunima halder's bridal photos viral

 

 

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী অরুণিমা হালদারের বিয়ের সাজে একটি ভিডিও ভাইরাল হয়েছে, এই দেখে নেটিজেনরা বলছেন, অভিনেত্রীর নতুন কোনো চরিত্র নাকি অভিনেত্রীর বিয়ে? আসলে তা নয় অভিনেত্রী যেমন দক্ষ অভিনয় করেন, তেমনই তিনি একজন পেশাদার মডেল।

তাই ফটোশ্যুটে ব্যস্ত থাকেন তিনি। যে ভিডিওটি অভিনেত্রীর ভাইরাল হয়েছে, একেবারে তিনি রয়েছেন বিয়ের সাজে। পরনে রয়েছে খয়েরী বেনারসী, হালকা সাবেকি সাজ। ব্যাকগ্রাউন্ডে বাজছে রবীন্দ্রসংগীত। একেবারে অপূর্ব লাগছে। চেনায় যাচ্ছেনা, এটাই বরফি নাকি অন্য কেউ?

Related Post