ছোটপর্দা ছেড়ে নতুন যাত্রায় পা ‘খেলনা বাড়ি’র ‘কলি’ অভিনেত্রীর!

সব অভিনেতা অভিনেত্রী একটা জায়গাতেই স্থায়ী ভাবে থাকেননা। চেষ্টা করেন বিভিন্ন ক্ষেত্রে অভিনয় করার। কেউ শুধু ছোটো পর্দায় অভিনয় করছেন মানে শুধু ছোটো পর্দায় অভিনয়

Saranna

ashmita chakraborty is on a new music video

সব অভিনেতা অভিনেত্রী একটা জায়গাতেই স্থায়ী ভাবে থাকেননা। চেষ্টা করেন বিভিন্ন ক্ষেত্রে অভিনয় করার। কেউ শুধু ছোটো পর্দায় অভিনয় করছেন মানে শুধু ছোটো পর্দায় অভিনয় করছেন তা কিন্তু নয়, তারা কিন্তু অনেক শর্ট ফিল্মেও অভিনয় করছেন, অনেক মিউজিক ভিডিওতে অভিনয় করছেন, অনেক ওয়েব সিরিজে অভিনয় করছেন। টলিপাড়ার এমন অভিনেতা অভিনেত্রীর দৃষ্টান্ত কিন্তু খুঁজলে অনেক পাওয়া যাবে।

আজ নিয়ে এলাম সেরকমই একজন অভিনেত্রীর খবর। টলিপাড়ার জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন, অস্মিতা চক্রবর্তী (Ashmita Chakraborty)। যাকে দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘খেলনা বাড়ি’ (Khelna Bari) তে কলির ভূমিকায়। কলি চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পাচ্ছেন। কলি বনামেই বর্তমানে তিনি দর্শকের কাছে জনপ্রিয়। পর্দার কলি আর অর্ক এই দুই জুটির ফ্যান প্রত্যেক দর্শক। শোনা যাচ্ছে এই অভিনেত্রী আবার নতুন প্রজেক্টে পা দিতে চলেছেন।

ashmita chakraborty

তবে এই নতুন প্রজেক্টটি কোনো ধারাবাহিক বা সিনেমা নয়, একটি মিউজিক ভিডিও। এই মিউজিক ভিডিওর নাম ‘বলবো তোমাকে’। তাঁর বিপরীতে দেখা যাবে কুণাল শীলকে। এই মিউজিক ভিডিওর গান লিখেছেন সোমরাজ দাস। ভিডিওর গান গাইছেন বরেণ্য সাহা। সব অনুরাগীই বেশ আগ্রহী। উল্লেখ্য, স্টার জলসার ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকের মধ্যে দিয়ে শুরু হয়েছিল তাঁর পথচলা।

বয়স মাত্র ২৪। বাইরে থেকে ভীষণ হাসি খুশি দেখালেও বাস্তবে কিন্তু তেমনটা নন, বাস্তব জীবনে রয়েছে অনেক দুঃখ কষ্ট। অস্মিতার মা পেশায় স্কুল শিক্ষিকা। খুব শৈশবেই তিনি হারিয়েছেন বাবাকে । চারপাশে গাঢ় অন্ধকার নেমে আসে। পাড়া- প্রতিবেশী কেউই পাশে ছিল না, শুধুই ছিল গঞ্জনা। বাবাকে হারিয়ে অনাথ অস্মিতা। পাশে ছিল শুধু মা।


কিন্তু নিজের বাড়িতেও শুনতে হয়েছে গঞ্জনা। তাই বাড়ি থেকে বিতাড়িত হয়ে চলে যান মামার বাড়ি। কিন্তু তাও কোনো সুরাহা হয়নি। তাই সেখান থেকেও চলে আসে। এরপর থেকেই শুরু হয়ে যায় মা-মেয়ের লড়াই। একপ্রকার সংগ্রাম করেই তিনি বড় হয়েছেন। তবে এখন সুন্দর সুন্দর অভিনয় করে তাদের জীবনে ফিরে এসেছে স্বচ্ছলতা।

× close ad