খবর

পথচলা শেষ হল ‘উড়ন তুবড়ি’র! বিদায় বেলায় চোখে জল সকল কলাকুশলীদের, রইল কিছু মুহূর্ত

নতুনের আগমনে শেষ হবে পুরাতনের জয়যাত্রা। এটাই তো নিয়ম। আর সেই নিয়মেই বাঁধা পড়ল, বাংলা ধারাবাহিক। নতুনের আগমনে শেষ হচ্ছে, একের পর এক বাংলা ধারাবাহিকের পথচলা। সেই মতো, জি বাংলাতেও দেখা গিয়েছে, একের পর এক নতুন ধারাবাহিকের আগমন, আর সেই আগমনে শেষ হল, জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’ (Uron Tubri)র পথচলা। যা শুনে অনুরাগীরা একটু বিমর্ষিত।

ধারাবাহিকের সূচনা ঘটে ২৮ শে মার্চ ২০২২ এ আর শেষ হচ্ছে এই ডিসেম্বরে। এক বছরও চলল না। আসলে ধারাবাহিকের শেষ কথা এখন টিআরপিই। এই ধারাবাহিক টিকে টিআরপি তালিকায় সেরকম দেখাই যেত না। একটা সুন্দর কাহিনী দিয়ে শুরু হলেও, দর্শকদের মনে দাগ কাটতে পারেনি। আর তাই টিআরপি নেই যখন, রেখে কী হবে! তাই শেষ হচ্ছে পথচলা। শুক্রবার, 9 ই ডিসেম্বর ছিল ধারাবাহিকের শেষ শ্যুটিং।

uron tubri

আগামী 16 ই ডিসেম্বর হবে ধারাবাহিকের শেষ সম্প্রচার। ধারাবাহিকের কলাকুশলী থেকে অনুরাগী সকলেরই মন খারাপ। ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী তুবড়ি তথা অভিনেত্রী সোহিনী বন্দ্যোপাধ্যায় জানান, ‘খারাপ লাগি তো আছেই। কান্না কাটি করাটা উচিত নয়। আসল খারাপ লাগাটা তো কাল থেকে শুরু হবে, যখন আর সকালে সেটে যাওয়ার তাড়া থাকবে না’।

এই ধারাবাহিকের মুখ্য অভিনেতা স্বস্তিক ঘোষ জানান, ‘যখন কিছু জিনিস প্রথম শুরু করি, তখন জানি একদিন এর অবসান ঘটবেই। আমাদের তো জায়গা ছাড়তে হবে, তবেই তো নতুনের আগমন ঘটবে। আমার আর সোহিনীর সম্পর্ক অটুট থেকে যাবে ধারাবাহিকের পর, তবে তুবড়ি আর অর্জুন কে মিস করব’।

উল্লেখ্য, নতুন ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’ দেখা যাবে রাত ৯.৩০টার স্লটে। অন্যদিকে ‘রাঙা বউ’ আসছে ৮:৩০ এর স্লটে। আর রাত ৮:৩০ এর ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ চলে যাবে রাত ১০:৩০ এর স্লটে। যদিও এখনও কিছু জানা যায়নি। এই গুঞ্জন কতখানি সত্য হয়, তা বলবে সময়ই।

1Minutenewz Google News Subscribe
Back to top button