TRP বাড়াতে মিঠাইয়ের গল্প টুকে দিল ‘খেলনা বাড়ি’! নতুন প্রোমো ঘিরে চাঞ্চল্য নেটপাড়ায়

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। ধারাবাহিকটি সবার কাছেই বেশ জনপ্রিয়। প্রতিদিন সন্ধ্যায় ইন্দ্র আর মিতুলের কেমিস্ট্রি দেখার জন্যই

Saranna

khelna bari new twist promo on air

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। ধারাবাহিকটি সবার কাছেই বেশ জনপ্রিয়। প্রতিদিন সন্ধ্যায় ইন্দ্র আর মিতুলের কেমিস্ট্রি দেখার জন্যই টিভির সামনে বসে পড়েন দর্শকরা। একজন খুব সিরিয়াস একটা মানুষ। আর একজন বেশ ছটফটে। এই দুই বিপরীত মেরু মানুষের কেমিস্ট্রি কে না পছন্দ করে। তাই সবাই উন্মুখ হয়ে থাকেন দেখার জন্য। 

তবে সম্প্রতি ধারাবাহিকের যে নতুন প্রোমো ভিডিও দেখা যাচ্ছে , তা দেখে দর্শকরা আবেগতাড়িত হয়ে পড়েছে।  প্রোমো তে দেখা যাচ্ছে, মিতুল আর ইন্দ্র দুজনেই দুষ্কৃতিদের হাত থেকে বাঁচতে ছুটে চলেছে, আর তখনই দেখা যায়  মুখোশ পড়া এক দুস্কৃতি গুলি চালায়, মিতুলের দিকে, আর মিতুল লুটিয়ে পড়ে মাটিতে। 

khelna bari

ইন্দ্র চিৎকার করে মিতুল বলে। তারপরই দেখা যায়, তাকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে। ডাক্তার ইন্দ্র কে বলে দেয়, সরি আমাদের হাতে আর কিছু নেই। এরপরই ইন্দ্র মিতুলের হাত ধরে বলে, ‘চলে যাওয়ার এত তাড়া ছিল। আসল কথাটাই অপনাকে বলা হয়নি, আমি যে আপনাকে ভালোবাসি মিতুল’। আর এই কথা বলার পরেই বেঁচে উঠল মিতুল। 

এ হেন দৃশ্য দেখে ট্রোল করছেন নেটিজেনরা। কারণ কয়েকদিন আগেই স্টার জলসার গুড্ডি ধারাবাহিকে দেখা গেছে গুড্ডি গান করতেই ফিরল অনুজের প্রাণ। তারপর সাহেবের চিঠি ধারাবাহিকেও তাই, চিঠি গান করতেই ফিরল সাহেবের প্রাণ, আর এদিকে ইন্দ্র ভালোবাসার কথা বলতেই জ্ঞান ফিরল মিতুলের। 

তাই এক নেটিজেন লিখেছেন , ‘অসম্ভব কে সম্ভব করা, জি এবং স্টার জলসার কাজ’। আর একজন লিখেছেন, ‘ এগুলো সব নাটক আর সিনেমাতেই হয়রে বাবা, ডাক্তাররা বাঁচার আশা ছেড়ে দিচ্ছে, আর আই লাভ ইউ বলতে প্রাণ ফিরে এলো’। আর একজন লিখেছেন, ‘এরকম টা যদি বাস্তবে হসপিটালে হত, তাহলে অনেক মানুষের মৃত্যু হত না, বেঁচে যেত, ধারাবাহিক বলেই এটা সম্ভব’। 

প্রসঙ্গত, জী বাংলার জনপ্রিয় মিঠাই ধারাবাহিকেও এইরকমই একটি দৃশ্য দেখা গিয়েছিলো। নিপার বৌভাতের অনুষ্ঠানে সিড কে মারার চেষ্টা করলে সেই গুলি বুক পেতে নিয়েছিল মিঠাই। আর এখানেও ইন্দ্রকে বাঁচাতে তাকে ঠেলে দিয়ে গুলিটা খায় মিতুল। এই নিয়ে অনেক মিঠাই অনুরাগীরা একটা কপি বলেও ট্রোল করা শুরু করেছেন।

Related Post