Bengali Serial Award 2024 : বর্তমানে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম সিরিয়াল। আর সিরিয়াল জগতে বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শক প্রায় ঘরে ঘরে। সারাবছর কলাকুশলীরা নিজেদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা একটা গল্পকে দর্শকদের মনে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করেন। প্রতিটি ধারাবাহিকের এক একটি চরিত্র নিজেদের অভিনয়ের গুনে সেই চরিত্র ফুটিয়ে তুলতে আপ্রাণ চেষ্টা করে যান।
আর তাদের সেই পরিশ্রমকে সন্মান জানাতে, তাদের এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিতে প্রতিবছর জি বাংলা (Zee Bangla) আর স্টার জলসার (Star Jalsha) তরফে বিরাট আয়োজন করা হয়ে থাকে। এই বছরও আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। এক বিনোদন ভরা সন্ধ্যা। ‘জি বাংলা সোনার সংসার ২০২৪’ (Zee Bangla Sonar Songsar 2024) আর ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৪’ (Star Jalsha Porivaar Award 2024)।
উক্ত অনুষ্ঠানে নাচ-গান-হাসি-আড্ডা আর পুরষ্কার বিতরণ মিলিয়ে বসেছিল জমজমাট আসর। আর সেখানে ছিল প্রিয় তারকাদের মেলা। অনুষ্ঠান গুলিতে বিভিন্ন ভিত্তিতে পুরষ্কার প্রদান করা হয়ে থাকে। নমিনেশনে অনেকে থাকলেও পুরষ্কার সকলে পাননা। কিন্তু এবারের দুই অনুষ্ঠান দেখেই দর্শক বেজায় চটেছেন।
আরও পড়ুনঃ ‘সারাক্ষন………’ কি করেন কাঞ্চন? নিজেই জানালেন স্ত্রী শ্রীময়ী
সকলেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। তাই কেউ একজন পছন্দের পুরষ্কার না পেলে অনুরাগীরা বেশ কষ্ট পান। তেমনটাই শোনা যাচ্ছে বর্তমানে। সোশ্যাল মিডিয়ার পাতা জুড়ে দর্শকদের প্রশ্নের ঝড়। স্টার জলসায় সদ্য শেষ হয়েছে ‘সন্ধ্যাতারা’। এদিকে ‘রামপ্রসাদ’ এখনও চলতি। কিন্তু অ্যাওয়ার্ড শোতে ‘সন্ধ্যাতারা’র অভিনেত্রী ‘তারা’ আর ‘রামপ্রসাদ’এর ‘মা কালী’ বাদ।
অর্থাৎ অভিনেত্রী পায়েল দে আর অমৃতা দেবনাথ কোনো পুরষ্কার পেলেননা কেন? জানতে চাইছেন দর্শক। তারা কি পুরষ্কারের যোগ্য ছিলেননা কোনো ক্যাটাগরিতেই? অন্যদিকে, ‘জি বাংলা সোনার সংসার’এর বিরুদ্ধেও উঠেছে এমনই এক অভিযোগ। কম-বেশি অনেকেই পুরষ্কার পেয়েছেন। প্রাধান্য পেয়েছে খুদে শিল্পীরাও।
আরও পড়ুনঃ দল ভারী পর্ণার, শুরু বর্ষা-পিকলু বিবাহ অভিযান! বিপদে আমিতোষ, ফাঁস টানটান উত্তেজনাময় পর্ব
কিন্তু বাদ পড়েছে এক খুদে শিল্পী। যার অভিনয় রীতিমত দর্শকমনে ঝড় তোলে। ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের ছোট্ট ‘কাঁকন’ অর্থাৎ দেবাঙ্গনা ফোজদার। খুদে দেবাঙ্গনার ঝুলি ছিল একেবারেই শুন্য। যেখানে তার বন্ধু খুদে শিল্পীরা পেয়েছে পুরষ্কার। এই বিচারে দর্শক বেশ ক্ষুন্ন হয়েছেন।