Icche Putul : জি বাংলার (Zee Bangla) অতি জনপ্রিয় সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। টিআরপি তালিকায় বিশেষ দেখা না গেলেও দর্শক মাঝে এই সিরিয়াল বেশ পরিচিত। মেঘের ব্যাক্তিত্ব একদিকে যেমন দর্শককে মুগ্ধ করে। অন্যদিকে আবার তার এই অতিরিক্ত ভালোমানুষি দেখে দর্শক মাঝে মাঝে বিরক্তও হয়ে যান। হিংসা, ভালোবাসা, মান-অভিমান এর এই দীর্ঘ যাত্রা শেষ করল ‘ইচ্ছে পুতুল’।
তবে শেষটা ছিল বড়ই স্বস্তির। যদিও একটা খামতি থেকেই যায়, তা হল অপরাধীর শাস্তি না হওয়া। ময়ূরী অল্প হলেও শাস্তি পেয়েছে। তবে রূপ শাস্তি পায়নি। সেই ক্ষোভ দর্শকদের রয়েই গেল। তবে মেঘ আর ময়ূরীর শেষ পরিণতি দেখে বড় খুশি দর্শক। মেঘ যেভাবে ময়ূরীকে বাঁচাতে নিজের প্রাণ বিপন্ন করেছে তা ময়ূরীকে নাড়িয়ে দিয়েছে ভিতর থেকে।
আর তাই নিজের জীবন ফিরে পেয়ে ময়ূরী তার অন্যায়টা বুঝতে পেরেছে। সে দিনের পর দিন মেঘের প্রতি হিংসায় যা যা করেছে সেগুলো তার অনেক বড় ভুল ছিল। ময়ূরীর এই অনুশোচনা তাকে একটা নতুন মানুষে পরিণত করে। ময়ূরী ছুটে যায় মেঘের সাথে দেখা করতে। কিন্তু তার পুরোনো করা অন্যায় ভুলে কেউ তাকে ক্ষমা করতে পারেনা।
আরও পড়ুনঃ ‘বাবুউউউ’র ছেলে আসছে’, ‘নিম ফুলের মধু’র আসন্ন ট্র্যাক ঘিরে ক্ষোভ দর্শকমহলে
ময়ূরীকে কেউ বিশ্বাস না করলে সে মেঘের মঙ্গলের জন্য সব ছেড়ে দূরে চলে যেতে চায়। কিন্তু মেঘ তার দিদিভাইকে দূরে ঠেলে দিতে চায়না। সে চায় তার দিদি ভালো একটা মানুষ হয়ে সকলের সাথেই থাকুক। মেঘের ভালোবাসার কাছে ময়ূরীর প্রতিহিংসা হেরে যায়। মেঘ আর ময়ূরী একে অপরকে আঁকড়ে ধরে।
ময়ূরীর জীবনে বাঁচার অবলম্বন হয় যার ছোট্ট বোনঝি। মেঘের ফুটফুটে মেয়ে। তাকে ঘিরে ময়ূরী নিজের জগৎ তৈরী করে। আর অন্যদিকে মেঘ নিজেকে একজন শ্রেষ্ঠ গায়িকা হিসাবে প্রতিষ্ঠিত করে। মেঘ-নীল-ময়ূরীর ত্রিকোণ দিয়ে গল্পের শুরু হয়েছিল। শেষটা তাদের ঘিরেই সম্পন্ন হল। এমন একটা সুন্দর শেষ দর্শক ভালোভাবেই নিয়েছেন।