১২ ই জুন থেকে একই সময়ে জি এবং স্টার জলসায় (Star Jalsha) শুরু হয়েছে নতুন ধারাবাহিক। জি বাংলায় ফুলকি এবং স্টার জলসায় ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। দুটো ধারাবাহিকই শুরু থেকে টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে। তবে টিআরপি নম্বর সব থেকে বেশি রয়েছে জি এর ধারাবাহিক ফুলকির। সন্ধ্যাতারা টিআরপি তালিকায় আছে বটে, তবে প্রথম দশে নেই।
প্রথম দশে না থাকলেও ফুলকির নায়ক রোহিতের থেকে সন্ধ্যাতারার নায়ক আকাশনীল (Akashnil) বেশ প্রশংশিত হচ্ছে দর্শকমহলে।ধারাবাহিকের কাহিনী অনুযায়ী জানা গেছে যে, সন্ধ্যা (Sandhyatara) এবং তারা দুই বোন। দুই বোনই আকাশনীলকে ভালোবাসে। কিন্তু দুই বোন একে অপরের এই ভালোবাসার কথা জানেনা। অতঃপর দিদি সন্ধ্যার জন্য বিয়ের সম্বন্ধ আসে। দিদির সাথে বিয়ে হয়ে যায় তারার প্রেমিক আকাশনীলের।
দিদিকে ভালো থাকতে দেখে তারা নিজের ভালোবাসাকে ত্যাগ করেছে। সাম্প্রতিক পর্বে দেখা গেছে, আকাশনীল (Akashnil) এবং সন্ধ্যার বিয়ে হয়ে গেছে। তারার মত সন্ধ্যা (Sandhya) অত স্মার্ট নয়, সে খুবই আটপৌরে। আকাশের একটু অপছন্দ হলেও, সন্ধ্যার পাশে সে সবসময় আছে। একটা স্বামীর যা যা কর্তব্য আকাশ সবটাই করে। অন্য আর পাঁচটা নায়কের মতো সে অবহেলা করেনা।
ঝগড়া হয় বটে, কিন্তু দায়িত্ব পালন থেকে সে কখনোই সরে আসেনি। আর তাই স্ত্রী (সন্ধ্যা) স্বামীর (আকাশ) কাছে আবদার করে, ‘আপনি বাইক চালাবেন, আর আমি আপনার পিছনে বসে যাব। ‘এই কথা শুনে আকাশ বলে তুমি তো আমার পিছনেই বসবে। তখন সন্ধ্যা বলে, এটা তার শর্ত নয়। সে হিরোইনদের মতো পিছনে বসবে এবং জড়িয়ে ধরবে আর মাথার চুল গুলো হাওয়ায় উড়বে।
আরও পড়ুনঃ শাশুড়ি-বৌমা ১০ এ ১০! ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকে সন্ধ্যা-মাঠানের জুটি মন জিতল দর্শকদের
শুধু তাই নয়, সিনেমার হিরোইনদের মতো গান গাইতে দিতে হবে। এই কথা শুনে আকাশ একটু অবাক হয়, কিন্তু তাকে নিয়ে যায়। এই রাগ-অভিমান, ঝগড়া, দায়িত্বের মিশ্রণে সৃষ্ট আকাশনীল চরিত্রটি দর্শকদের বেশ পছন্দের। একেবারে অন্যরকমের, আর পাঁচটা নায়কের মতো নয়। দর্শকদের এই ভালোবাসা কতটা টিআরপি তে প্রভাব ফেলতে পারে সেটাই দেখার।